নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ আগস্ট।। রাজভবন প্রাঙ্গণে আজ সন্ধ্যায় গাে গ্রিন ইন্ডিয়া’ অভিযান কর্মসূচির উদ্বোধন করেন রাজ্যপাল রমেশ বৈস। চারা গাছ রােপণ করে দূষণমুক্ত পরিবেশ গড়ে তুলতেই এই অভিযান কর্মসূচি গ্রহণ করা হয়েছে। নিফা (এন আই এফ এ এ) এবং যুব বিকাশ কেন্দ্রের যৌথ উদ্যোগ এই বনায়ন কর্মসূচি আয়ােজন করা হয়। যুব বিকাশ কেন্দ্রের সভাপতি, সম্পাদক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বিভিন্ন প্রজাতির চারা গাছ রােপণ করা হয় রাজভবন প্রাঙ্গণে।
2020-08-15