২৫ লক্ষ ছাড়াল করোনা-সংক্রমণ, ভারতে মৃত্যু বেড়ে ৪৯,০৩৬ : স্বাস্থ্য মন্ত্রক

নয়াদিল্লি, ১৫ আগস্ট (হি.স.): কোভিড-১৯ সংক্রমণে ফের রেকর্ড গড়ল ভারত, একলাফে অনেকটাই বাড়ল মৃত্যুর সংখ্যা। বাড়তে বাড়তে শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ২৫,২৬,১৯৩-এ পৌঁছে গেল। ভারতে বিগত ২৪ ঘন্টায় (শুক্রবার সারাদিনে) নতুন করে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে ৯৯৬ জনের মৃত্যু হয়েছে। শেষ ২৪ ঘন্টায় ভারতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৬৫,০০২ জন। শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৪৯,০৩৬ জন এবং মোট সংক্রমিত ২৫,২৬,১৯৩ জন। এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ১৮,০৮,৯৩৭ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৬ লক্ষ ৬৮ হাজার ২২০।


কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বুলেটিনে জানিয়েছে, ৪৯,০৩৬ জনের মধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ২৪ জনের মৃত্যু হয়েছে, অন্ধ্রপ্রদেশে ২,৪৭৫ জনের মৃত্যু হয়েছে, অরুণাচল প্রদেশে ৫ জন, অসমে ১৭৫ জন, বিহারে ৪৪২ জনের, চন্ডীগড়ে ২৮ জন, ছত্তিশগড়ে ১৩০ জন, দাদর ও নগর হাভেলি এবং দমন ও দিউতে দু’জনের মৃত্যু হয়েছে, দিল্লিতে মৃত্যু হয়েছে ৪,১৭৮ জনের, গোয়া ৯৩ জন, গুজরাটে ২,৭৪৬ জনের, হরিয়ানায় ৫১৮ জনের, হিমাচল প্রদেশে ১৯ জনের, জম্মু-কাশ্মীরে ৫২০ জনের, ঝাড়খণ্ডে ২২৪ জনের, কর্ণাটকে ৩,৭১৭ জন প্রাণ হারিয়েছেন, কেরলে ১৩৯ জন, লাদাখে ৯ জন, মধ্যপ্রদেশে ১,০৮১ জন, মহারাষ্ট্রে ১৯,৪২৭ জনের মৃত্যু হয়েছে, মণিপুরে ১৩ জন, মেঘালয়ে ৬ জন, নাগাল্যান্ডে ৮ জন, ওডিশায় ৩২৪ জনের, পুদুচেরিতে ১০৬ জন, পঞ্জাবে ৭৩১ জন, রাজস্থানে ৮৪৬ জনের, সিকিমে একজন, তামিলনাড়ুতে ৫,৫১৪ জন, তেলেঙ্গানায় ৬৮৪ জন, ত্রিপুরায় ৫০ জন, উত্তরাখণ্ডে ১৪৭ জন, উত্তর প্রদেশে ২,৩৩৫ জন এবং পশ্চিমবঙ্গে ২,৩১৯ জন প্রাণ হারিয়েছেন।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বুলেটিনে জানিয়েছে, ভারতে এই মুহূর্তে মৃত্যু হয়েছে ১.৯৪ শতাংশ মানুষের, সুস্থ হয়েছেন ৭১.৬১ শতাংশ মানুষ এবং চিকিৎসাধীন ২৬.৪৫ শতাংশ মানুষ। ভারতে প্রতিদিনই দ্রুততার সঙ্গে বেড়েই চলেছে কোভিড-১৯ নমুনা পরীক্ষা। ১৪ আগস্ট পর্যন্ত ভারতে মোট ২,৮৫,৬৩,০৯৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শনিবার সকালে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, শুধুমাত্র ১৪ আগস্ট ৮,৬৮,৬৭৯টি স্যাম্পেল টেস্ট করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার সারা দিনে ৮,৪৮,৭২৮টি স্যাম্পেল পরীক্ষা করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *