নয়াদিল্লি, ১৩ আগস্ট (হি. স.): করোনা আক্রান্তের প্রকৃত পরিসংখ্যান আড়াল করছে বিহার সরকার। বৃহস্পতিবার এই কথা জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা তথা প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব।এদিন এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তেজস্বী যাদব জানিয়েছেন, ১০ হাজার পরীক্ষা যখন করা হচ্ছিল তখন আক্রান্তের সংখ্যা ছিল তিন হাজার থেকে সাড়ে তিন হাজার। এখন যখন দৈনিক পরীক্ষার হার বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৭৫ হাজার। তখন আক্রান্তের সংখ্যাকে চার হাজারের মধ্যে রেখে দেখানো হচ্ছে। এর থেকে স্পষ্ট রাজ্য সরকার করোনা নিয়ে মিথ্যা কথা বলছে এবং প্রকৃত আক্রান্তের সংখ্যা চেপে দেওয়া হচ্ছে। নিজের মুখ বাঁচাতে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার রেপিড অ্যান্টিজেন টেস্টের ওপর গুরুত্ব দিয়ে চলেছেন। আরটি পিসিআর উপায় এখনো পর্যন্ত কেবল ৬১০০ করোনা পরীক্ষা করা হয়েছে। মোট যতজনকে পরীক্ষা করা হয়েছে তার মাত্র ১০ শতাংশ এর মধ্যে নিহিত।
বিহারের প্রতি বিমাতৃসুলভ আচারণ করার জন্য কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়ে তেজস্বী যাদব জানিয়েছেন, কেন্দ্র এখনো পর্যন্ত একাধিক রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে ৮৯০ কোটি টাকা দিয়ে দিয়েছে।বিহারে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করা সত্ত্বেও কেন্দ্র এই রাজ্যের প্রতি নির্বিকার এবং বিমাতৃসুলভ আচারণ দেখিয়েছে। উল্লেখ করা যেতে পারে বিহারে সব মিলিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা ৯০৫৫৩।