পাটনা, ১২ আগস্ট (হি. স.): বিহারে এনডিএ বিরোধী মহাজোটে থাকা দলগুলির মধ্যে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে আসন সমঝোতা এখনো হয়নি বলে জানিয়েছেন কংগ্রেস নির্বাচনী প্রচার কমিটির প্রধান তথা রাজ্যসভার সংসদ অখিলেশ প্রসাদ সিংহ।
মূলত কংগ্রেস এবং আরজেডির তত্ত্বাবধানে এই মহাজোট গড়ে উঠেছে।এই জোটের মধ্যে বিহার রাজনীতির অনেক ছোট ছোট রাজনৈতিক দলগুলিকে এক ছাতার নিচে করা হয়েছে।বুধবার অখিলেশ প্রসাদ সিংহ জানিয়েছেন, বিহার বিধানসভা নির্বাচন উপলক্ষে মহাজোটে থাকা দলগুলির মধ্যে আসন সমঝোতা এখনো হয়নি।কিন্তু একই সাথে এটাও সত্য যে এই মহাজোটে থাকা বামফ্রন্ট, আরএলএসপি, এইচ এ এম মতন দলগুলি নিজেদের মধ্যে আসন রফা শান্তিপূর্ণভাবে করে নেবে।আরজেডি এবং কংগ্রেসের তরফ থেকে এই মহাজোটে থাকা সমস্ত রাজনৈতিক দলের স্বার্থই দেখা হবে।সেই অনুসারে আসন বন্টন করা হবে।