নয়াদিল্লি, ১২ আগস্ট (হি. স.) : করোনার থাবা কেন্দ্রীয় মন্ত্রিসভার আরও এক সদস্যের শরীরে। এবার আক্রান্ত হলেন কেন্দ্রীয় আয়ুশ মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী শ্রীপদ নায়েক । বুধবার টুইট করে নিজেই জানিয়েছেন সে কথা। সেইসঙ্গে তিনি পরামর্শ দিয়েছেন, গত কয়েকদিন তাঁর সংস্পর্শে যাঁরা এসেছেন তাঁদেরও করোনা টেস্ট করার।
জানা গিয়েছে, শ্রীপদ নায়েক এদিন করোনা টেস্ট করান। তারপর তাঁর রিপোর্ট পজিটিভ আসে। তাঁর কোনও উপসর্গ নেই বলে জানিয়েছেন শ্রীপদ নায়েক। শরীরও আপাতত সুস্থ আছে বলেই জানিয়েছেন তিনি। পাশাপাশি হাসপাতালে ভরতি না হয়ে বাড়িতেই আইসোলেশনে তিনি থাকবেন বলে জানিয়েছেন। প্রসঙ্গত, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও আরও দুই কেন্দ্রীয় মন্ত্রীর শরীরে বাসা বাঁধে মারণ করোনা ভাইরাস।