BRAKING NEWS

অসমের ১৭ লক্ষ দরিদ্র পরিবার প্রতি মাসের ১ তারিখ পাবেন সরকারি ৮৩০ টাকা করে : অর্থমন্ত্রী হিমন্তবিশ্ব

গুয়াহাটি, ১২ আগস্ট (হি.স.) : অসমের ১৭ লক্ষ পরিবার প্রতি মাসের ১ তারিখ পাবেন ৮৩০ টাকা। অরুণোদয় প্রকল্প রূপায়ণ নিয়ে বুধবার জনতা ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।

সাংবাদিক সম্মেলনে অর্থমন্ত্রীর দাবি, অসম সরকারের অরুণোদয় প্রকল্প একক এবং অনন্য। এখন থেকে আৰ্থিকভাবে দুৰ্বল পরিবারবর্গের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে প্ৰদান করা হবে ৮৩০ টাকা করে অৰ্থ সাহায্য। আগামী ২ অক্টোবর থেকে নতুন এই প্রকল্পের সূচনা হবে, জানান মন্ত্রী ড. শর্মা। তিনি জানান, আগামী ১৭ আগস্ট থেকে এই প্রকল্পের কাজ শুরু হয়ে যাবে। মন্ত্রীর ব্যাখ্যা, একটি পরিবারকে প্ৰতি মাসে চিনি কেনার জন্য ৮০ টাকা, ডাল কিনতে ২০০ টাকা এবং পরিবারের প্রৌঢ় ব্যক্তির জন্য ফলমূল ক্রয় করার জন্য দেওয়া হবে ১৫০ টাকা করে।

অর্থমন্ত্রী হিমন্তবিশ্ব জানান, এই প্রকল্পের সুবিধাভোগী হবেন পরিবারের মহিলা সদস্য, পুরুষ নয়। দু লক্ষের কম ভোটার রয়েছেন এমন বিধানসভা এলাকার ১৫ হাজার পরিবার লাভ করবেন অরুণোদয় প্রকল্পের সুবিধা। ২ দুই লক্ষের বেশি ভোটা সংবলিত বিধানসভা এলাকায় ১৭ হাজার পরিবার এই প্রকল্পের আওতায় আসবে। তিনি জানান, এর জন্য ২,৮০০ হাজার কোটি টাকা ধার্য করা হয়েছে। মোট কথা, রাজ্যের ১৭ লক্ষে পরিবার পাবেন অরুণোদয় প্রকল্পের সুবিধা, জানান অর্থমন্ত্রী ড. শর্মা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *