BRAKING NEWS

উত্তর-পূর্বাঞ্চলে ছয়টি নিষিদ্ধ ঘোষিত বৈরী সংগঠন স্বাধীনতা দিবস বয়কটের ডাক দিয়েছে

আগরতলা, ১১ আগস্ট (হি. স.) : উত্তর-পূর্বাঞ্চলে ছয়টি নিষিদ্ধ ঘোষিত বৈরী সংগঠন আগামী ১৫ আগস্ট স্বাধীনতা দিবস বয়কটের ডাক দিয়েছে। ওইদিন সকাল ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বনধ পালন করার ঘোষণা দিয়েছে।

প্রতিবছরই উত্তর-পূর্বাঞ্চলের জঙ্গি গোষ্ঠী স্বাধীনতা দিবস বনধের ডাক দেয়। এবছরও তার ব্যতিক্রম হয়নি। উত্তর-পূর্বাঞ্চলের সব রাজ্যেই স্বাধীনতা দিবসে ১১ ঘন্টার বনধ পালনে হুলিয়া জারি করেছে।

আজ হ্য়নিউট্রেপ ন্যাশনাল কাউন্সিল মেঘালয়ের (এইচএনএলসি), মনিপুর-র কাংলেই যাবল কান্না লুপ (কেওআইকেএল), মনিপুরের কেঙলৈপাক কমিউনিস্ট পার্টি(কেসিপি), অসম-র এবং পশ্চিমবঙ্গের একাংশে সম্প্রসারিত কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন(কেএলও),  অসম-র পিপলস ডেমোক্রেটিক কাউন্সিল অফ কার্বি লংরি (পিডিসিকে) এবং ত্রিপুরার ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ তুইপ্রা (এনএলএফটি) এই ছয়টি নিষিদ্ধ ঘোষিত বৈরী সংগঠন যৌথ বিবৃতি জারি করে বনধের ঘোষণা দিয়েছে।

স্বাভাবিকভাবেই, উত্তর-পূর্বাঞ্চলের সমস্ত রাজ্যে উচ্চ সতর্কতা জারি করা হবে। এমনিতেই, স্বাধীনতা দিবসের আগে সীমান্তে টহলদারি বাড়িয়ে দেয় বিএসএফ। এছাড়াও, অভ্যন্তরীণ নিরাপত্তাতেও জোর দেওয়া হবে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *