কংগ্রেসে শান্তি ও সৌভ্রাতৃত্ব সর্বদা বজায় থাকবে : অশোক গেহলট

জয়পুর, ১১ আগস্ট (হি.স.): কংগ্রেসে শান্তি ও সৌভ্রাতৃত্ব সর্বদা বজায় থাকবে। বিজেপি যথাসাধ্য চেষ্টা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত আমাদের দলের সমস্ত বিধায়ক একসঙ্গেই রয়েছেন। জানিয়ে দিলেন প্রবীণ কংগ্রেস নেতা তথা রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে অশোক গেহলট বলেন, কংগ্রেসে শান্তি ও ভ্রাতৃত্ব সর্বদা বজায় থাকবে। সমস্ত ক্ষোভ নিরসনের জন্য তিন-সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বিজেপি যথাসাধ্য চেষ্টা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত আমাদের দলের সমস্ত বিধায়ক একসঙ্গেই রয়েছেন। একজনও আমাদের ছেড়ে চলে যাননি।

বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে অশোক গেহলট বলেছেন, ‘ইনকাম ট্যাক্স এবং সিবিআই-এর অপব্যবহার করা হচ্ছে এবং ধর্মের নামে রাজনীতি করা হচ্ছে। ৫ বছরের মেয়াদ পূর্ণ করবে আমাদের সরকার এবং পরবর্তী নির্বাচনেও আমরাই জয়ী হব।’ এই পরিস্থিতিতে মঙ্গলবারই জয়পুরে অশোক গেহলটের বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন তিন-জন নির্দল বিধায়ক। এই তিন-জন নির্দল বিধায়ক হলেন-ওম প্রকাশ হুডলা, সুরেশ টঙ্ক এবং কুশবীর সিং। প্রসঙ্গত, বিদ্রোহে আপাতত ছেদ টেনে সোমবারই রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রার সঙ্গে দেখা করেন শচিন পাইলট। শচিন জানিয়েছেন, প্রিয়াঙ্কা ও রাহুল মনযোগ দিয়ে সমস্ত কিছু শুনেছেন। গঠিত হয়েছে তিন-সদস্যের কমিটি।