ইমফল, ১১ আগস্ট (হি.স.) : আবারো মণিপুরে হাসপাতালে ভরতি না করায় রোগিণীর মৃত্যু হয়েছে। রাজ্য সরকারের কঠোর নির্দেশ সত্ত্বেও দু-দুটি বেসরকারি হাসপাতাল রোগী ভরতি না করায় মণিপুর জুড়ে প্রচণ্ড ক্ষোভ দেখা দিয়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত সহ প্রত্যেক রোগীকে সমান চোখে দেখার নির্দেশ দিয়েছিল মণিপুর সরকার। অথচ, হাসপাতালের দায়িত্বহীন ভূমিকায় বিনা চিকিৎসায় এক মহিলার মৃত্যু হয়েছে।
রাজ্যের থউবাল জেলার ওয়াংজিং ওয়াংখেই এলাকার বাসিন্দা জনৈক লাইসরাম রোশানের স্ত্রী লাইসরাম সন্ধ্যা (২১)-র বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে। অভিযোগ, দুটি বেসরকারি হাসপাতাল তাকে ভরতি করেনি। তাতে রোগিণী যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মৃত্যু হয়েছে।
মৃতের পরিবারের জনৈক সদস্যের দাবি, সোমবার সন্ধ্যার ঋতুস্রাবের পঞ্চম দিন ছিল। কিন্তু এদিন দুপুরে তাঁর অবিরাম রক্তক্ষরণ হচ্ছিল। ফলে তাঁকে প্রথমে স্থানীয় এক সেবিকা চিকিৎসা করেন। কিন্তু শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হওয়ায় তাঁকে বিকেল সন্ধ্যা পৌনে ছয়টা নাগাদ লামফেলে লাঙ্গল ভিউ হাসপাতালে নেওয়া হয়। কিন্তু হাসপাতাল তাঁকে ভরতি করতে আপত্তি তুলে। জরুরি পরিষেবা দেওয়ার পরিকাঠামো নেই অজুহাত দেখিয়ে হাসপাতাল তাদের ফিরিয়ে দেয়।
সদস্যটি আক্ষেপ করে বলেন, হাসপাতাল ভরতি না করায় বাধ্য হয়ে অন্য হাসপাতালে ছুটে যাই। পরবর্তীতে তাঁকে ইমফলের হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। কিন্তু এখানেও হাসপাতালের কর্মীরা তাঁকে চিকিৎসার জন্য কোনঁ চিকিৎসক নেই অজুহাত দেখিয়ে আমাদের ফিরিয়ে দেন।
তিনি বলেন, দুটি হাসপাতাল ভর্তি না করায় কোনও আশা দেখতে না পেয়ে সন্ধ্যা-কে সিজা হাসপাতালে নিয়ে যাই। কিন্তু সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রসঙ্গত, মণিপুরে হাসপাতালে রোগী ভরতি না করায় মৃত্যুর একাধিক ঘটনা ঘটেছে। রাজ্য সরকার কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হাসপাতালগুলিকে সতর্ক করেছে। কিন্তু, আবারো বিনা চিকিৎসায় এক রোগিণীর মৃত্যুর ঘটনায় মণিপুরকে কলংকিত করেছে।