নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ১০ আগস্ট৷৷ সাব্রুমে ভারত- বাংলাদেশ সীমান্ত এলাকায় সিসি ক্যামেরা দিয়ে নজরদারি চালিয়ে বড় ধরনের সাফল্য পেল বিএসএফের ৩১ নম্বর ব্যাটেলিয়ান৷
ঘটনার বিবরণে জানা যায় বিএস এফ- এর ৩১ নং ব্যাটালিয়ন গতকাল রাত সাড়ে আটটা নাগাদ শ্রীনগরের কৃষ্ণনগর এলাকায় গোপন খবরের ভিত্তিতে সিসি ক্যামেরা দিয়ে কড়া নজরদারি চালিয়ে জামিল মিয়া নামে এক অপরাধীকে সাড়ে নয় কেজি গাঁজাসহ আটক করে বিএসএফের এ এস আই রামলালের নেতৃত্বে থাকা জওয়ানরা৷
প্রথমে আটটা বাজার কিছুটা সময় আগে কনস্টেবল সতীশ কুমারের চোখে পড়ে জামিল মিয়া ঝোপ থেকে বেরিয়ে আসছে৷ সঙ্গে সঙ্গে সতীশ কুমার জামিল মিয়াকে আটক করলে জামিল মিয়া সতীশ কুমারকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে৷ কিন্তু সঙ্গে সঙ্গে এএসআই রামলাল এসে ঘটনাকে নিয়ন্ত্রণে আনেন৷ রাত সাড়ে আটটা পর্যন্ত বিএসএফের প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর তল্লাশি চালিয়ে সাড়ে নয় কেজি গাঁজা উদ্ধার করে বলে জানান বিএসএফের ৩১ নং ব্যাটেলিয়ানের সেকেন্ড ইন কমান্ড বিবেক সিং৷
সিসিটিভি সংক্রান্ত সাংবাদিকের প্রশ্ণের উত্তর দিতে গিয়ে বিবেক সিং জানান ২৪ ঘন্টা সিসিটিভি ক্যামেরা চালু থাকে এবং বিএসএফের একটি দল এই সিসিটিভি ক্যামেরায় পাওয়া ছবির বিশ্লেষণ করে তাদের আগামীর কর্মকাণ্ডের রূপরেখা তৈরি করে৷ এই সিসিটিভি ক্যামেরার ফুটেজ কেবলমাত্র অপরাধীকে ধরার জন্য নয় তার অপরাধের প্রমাণ হিসেবেও কাজ করে৷ আগামী দিনে এই সিসিটিভির ব্যবহার অপরাধের সংখ্যায় হ্রাস টানবে বলে আশা ব্যক্ত করেন তিনি৷

