বেপরোয়া যান কেড়ে নিল আরও এক যুবকের প্রাণ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা/ তেলিয়ামুড়া/ আমবাসা, ৯ আগস্ট৷৷ জিরানিয়া থানা এলাকার কলাবাগান এলাকায় আসাম আগরতলা জাতীয় সড়কে লরিএবং বাইকের সংঘর্ষে গুরুতর আহত এক ব্যক্তির চিকিৎসাধীন অবস্থায় জিবি হাসপাতালে মৃত্যু হয়েছে৷ মৃত যুবকের নাম সঞ্জয় দেববর্মা৷
জানা যায় শনিবার পথ দুর্ঘটনায় দুই চালক গুরুতরভাবে আহত হয়েছিল৷ আহত বাইক চালক ও আরোহীকে আশঙ্কা জনক অবস্থায় প্রথমে জিরানিয়া হাসপাতালে নিয়ে আসা হয়৷ তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জিরানিয়া হাসপাতাল থেকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল৷

কিন্তু শেষ রক্ষা করা যায়নি৷চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে মৃত্যুর কোলে ঢলে পড়ে সঞ্জয় দেববর্মা৷ তার মৃত্যুর সংবাদে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে৷ এদিকে জিরানিয়া থানার পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে আটক করেছে৷ পুলিশ ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে৷ এদিকে জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃতদেহ পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়েছে৷


ধলাই জেলার আমবাসায় একটি চালকবিহীন রাস্তার পাশের একটি দোকান ঢুকে পড়েছে৷ লরি ঢুকে পড়ার ফলে দোকানটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে৷ সংবাদ সূত্রে জানা গেছে এক লরি চালক রাস্তার পাশে দাঁড় করিয়ে দোকান থেকে জিনিস কিনতে গিয়েছিলেন৷ তখনই এই ঘটনা ঘটেছে৷ ঘটনার খবর পেয়ে আমবাসা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে৷ এ ব্যাপারে পুলিশ একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ ক্ষতিগ্রস্ত দোকানীকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য দাবি উঠেছে৷উল্লেখ্য চালকবিহীন লরিটি দোকানে ঢুকে পরে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি৷লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে দিকে ঢুকে পড়ছে লক্ষ্য করেই দোকানের মালিক সহ অন্যান্য লোকজন পালিয়ে আত্মরক্ষা করেছেন বলে জানা গিয়েছে৷ আর তাতেই প্রাণহানির কোন ঘটনা ঘটেনি৷

সাত সকালে দুটি গাড়ি দুর্ঘটনার কবলে,আসাম আগরতলা জাতীয় সড়কের পাশে দাঁড়িয়েছিল বোলেরো পিকআপ গাড়িটি,অন্যদিকে একই রাস্তায় আসা একটি আসাম রাইফেলের ট্রাক গাড়ি এসে দাঁড়িয়ে থাকা বুলেরো গাড়ির পিছন দিক দিয়ে সজোরে ধাক্কা মারে৷অল্পেতে বড়সড় দুর্ঘটনার কবল থেকে বেঁচে যায় গাড়িতে থাকা অনেক আসাম রাইফেলস জোয়ান, যদিও গাড়ি দুটি ছাড়া হতাহতের কোনো খবর নেই৷ ঘটনার বিবরণে জানা যায় বোলেরো গাড়িটি চাকমা ঘাট লোকনাথ মন্দিরের সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল৷ অপর দিক দিয়ে আসা একটি আসাম রাইফেলস এর কোম্পানির গাড়ি শিলচরের উদ্দেশ্যে যাওয়ার সময় ঐ এলাকায় পৌছতেই ট্রাক গাড়ি হঠাৎ পিছন দিক দিয়ে সজোরে ধাক্কা মারে ফলে গাড়ি দুটিরই ক্ষতি হয়৷ যদিও সংবাদে জানা যায় কোনো হতাহতের খবর নেই৷ ঘটনার খবর যায় তেলিয়ামুড়া থানা, তেলিয়ামুড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার তদন্ত করছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *