ইমফল, ১০ আগস্ট (হি. স.) : নাটকীয় মোড় নিল মণিপুরের রাজনীতি। রাজ্যে গভীর সংকটে পড়ল কংগ্রেস। দলের ছয় বিধায়ক আজ পদত্যাগ করেছেন। তাঁরা বিধানসভার অধ্যক্ষের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। অধ্যক্ষ তাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন।
প্রসঙ্গত, আজ মণিপুর বিধানসভায় আস্থা ভোট ছিল। মুখ্যমন্ত্রী এন বীরেন সিং আস্থা ভোটের প্রস্তাব দিয়েছিলেন। এদিন আস্থা ভোটে কংগ্রেসের ৮ জন বিধায়ক অনুপস্থিত ছিলেন। ফলে, শাসক জোটের অনায়াসেই আস্থা ভোটে জয়ী হয়েছেন।
এদিন বিধানসভা অধিবেশন সমাপ্ত হওয়ার পর কংগ্রেসের ৬ বিধায়ক অধ্যক্ষের সাথে দেখা করেন এবং পদত্যাগপত্র গ্রহণের আর্জি জানান। এ-বিষয়ে মণিপুর বিধানসভার অধ্যক্ষ যুমনাম খেমচাঁদ সিং বলেন, আজ দুপুর সাড়ে বারটা নাগাদ কংগ্রেসের ছয় বিধায়ক তাঁদের পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। কিন্তু, বিধানসভা অধিবেশনে আস্থা ভোটের জন্য তাঁদের পদত্যাগপত্র দেখা সম্ভব হয়নি। কিন্তু অধিবেশন সমাপ্ত হওয়ার পর তাঁরা আমার সাথে দেখা করেন এবং তাঁদের সম্মতির ভিত্তিতে পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। তাতে স্পষ্ট, মণিপুরে এখন কংগ্রেস ভয়ঙ্কর সংকটের মুখে পড়েছে।