গ্যাংটক, ৯ আগস্ট (হি.স.) : ভারতে অব্যাহত ভূমিকম্প । রবিবার ভূমিকম্প অনুভূত হল সিকিমে। জানা গিয়েছে, এদিন সকাল ৬.৪৯ মিনিটে, সিকিমের গ্যাংটক থেকে ২৪ কিমি পূর্বে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৩.৮। জাতীয় কম্পন কেন্দ্র থেকে জানা গিয়েছে, কম্পনের উপকেন্দ্র ছিল মাটি থেকে ১০ কিমি গভীরে। মৃদু কম্পনে এখনও পর্যন্ত কোনও প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
প্রতিদিনই ভারতের কোনও না কোনও রাজ্য কেঁপে উঠছে। শনিবারও বাদ যায়নি। শনিবার কাকভোরে কম্পন অনুভূত হয়েছে অসমে। অসমের সোনিতপুরে কম্পন অনুভূত হয়৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৫৷ কম্পনের জেরে আতঙ্কে বহু মানুষ রাস্তায় বেরিয়ে পড়েন৷ তবে হতাহত বা ক্ষয়ক্ষতির খবর নেই৷