BRAKING NEWS

নতুন করে অমিত শাহের করোনা পরীক্ষা করা হয়নি, বিভ্রান্তির পর জানাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক

নয়াদিল্লি, ৯ আগস্ট (হি.স.) : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের করোনা রিপোর্ট নিয়ে বিভ্রান্তি । রবিবার বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি ট্যুইটে দাবি করেন সংক্রমিত অমিতের কোভিড ১৯ রিপোর্ট নেগেটিভ এসেছে। এর কিছুক্ষণ পরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক থেকে জানানো হয়, নতুন করে আর কোনও কোভিড পরীক্ষা করা হয়নি স্বরাষ্ট্রমন্ত্রীর। নিজের ট্যুইটটি সরিয়েও দেন বিজেপি সাংসদ।

রবিবার বেলা ১২ টা নাগাদ একটি টুইটবার্তায় দিল্লি বিজেপির প্রাক্তন সভাপতি বলেন, ‘দেশের যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কোভিড রিপোর্ট নেগেটিভ এসেছে।’ একটি অংশের থেকে দাবি করা হয়, শাহের সবেমাত্র প্রথম টেস্ট নেগেটিভ এসেছে। দ্বিতীয় পরীক্ষার ফল নেগেটিভ এলে তবেই হাসপাতাল থেকে ছাড়া পাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

যদিও কিছুক্ষণ পর স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়, প্রথমবার করোনা টেস্টের পর পরে নতুন করে শাহের আর কোনও পরীক্ষা হয়নি। অর্থাৎ তাঁর করোনা রিপোর্ট নেগেটিভ আসেনি। তারইমধ্যে নিজের টুইট ডিলিট করে দেন মনোজ।

উল্লেখ্য, গত রবিবার ২ আগস্ট একটি টুইটবার্তায় শাহ জানান, ‘করোনার উপসর্গ দেখা দেওয়ার পর আমি করোনা টেস্ট করিয়েছিলাম। রিপোর্ট পজিটিভ এসেছে। আমার শরীর ঠিক আছে। তা সত্ত্বেও চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভরতি হচ্ছি। গত কয়েকদিনে যাঁরা আমার সংস্পর্শে এসেছিলেন, তাঁরা দয়া করে নিজেদের আইসোলেশনে রেখে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নিন।’ তারপর থেকে গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। সেখান থেকেই নিয়মিত বিভিন্ন বিষয়ে টুইট করছেন। রবিবারও একাধিক টুইট করেছেন। অন্ধ্রপ্রদেশের করোনা হোটেলে আগুন লাগার ঘটনায় শোকপ্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *