আগরতলা, ৬ আগস্ট (হি.স.)৷৷ জম্মু ও কাশ্মীরের ধারা ৩৭০ বাতিলের প্রথম বর্ষপূর্তিতে ভারতের এক নতুন ভূস্বর্গ-এর ছবি ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের চোখে ভেসে উঠেছে৷ এক বছর আগে কেন্দ্রীয় সরকারের এক ঐতিহাসিক সিদ্ধান্তে আজ জম্মু ও কাশ্মীর এবং লাদাখে নানাবিধ সম্ভাবনার দ্বার খুলে গেছে৷ এইমস-এর ধাঁচে দুই প্রতিষ্ঠান, আটটি মেডিক্যাল কলেজ হাসপাতালের অনুমোদন সহ কেন্দ্রীয় সরকার ঢালাও সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে৷ এক ভারত একাত্ম ভারতের স্বপ্ণ সফল হওয়ায় তিনি আজ ড় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীকে স্মরণ করেছেন৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধারা ৩৭০ বাতিলের সাহসী সিদ্ধান্ত নেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী দেব৷
বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব একাধিক টুইট বার্তায় নতুন ভূস্বর্গকে সকলের সামনে তুলে ধরেছেন৷ তাঁর কথায়, ধারা ৩৭০ বাতিল হওয়ায় কেন্দ্রীয় সরকার জম্মু ও কাশ্মীর এবং লাদাখের জন্য দুটি এইমস-এর ধাঁচে প্রতিষ্ঠান এবং আটটি মেডিক্যাল কলেজের অনুমোদন দিয়েছে৷ কেন্দ্রের সহায়তায় ওই অঞ্চলের ছাত্রছাত্রীরা মেডিক্যাল শিক্ষায় দারুণ উপকৃত হবেন বলে তিনি মনে করেন৷
মুখ্যমন্ত্রী বলেন, ধারা ৩৭০ বাতিলে জম্মু ও কাশ্মীরের উন্নয়নে ৮০ হাজার কোটি টাকা কেন্দ্র বরাদ্দ করেছে৷ কেন্দ্রের ওই আর্থিক সহায়তায় আইআইটি, আইআইএম, এবং এআইআইএম স্থাপনের সাথে জাতীয় সড়ক, বিদ্যুৎ উৎপাদন এবং সেচ প্রকল্পের উন্নয়ন সম্ভব হবে৷ তাঁর দাবি, জম্মু ও কাশ্মীর এবং লাদাখে পর্যটনের বিকাশে স্বদেশ দর্শন এবং প্রসাদ প্রকল্পে ৫৯৪ কোটি টাকার সাতটি প্রকল্পের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার৷
এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, ধারা ৩৭০ বাতিল হওয়ায় জম্মু ও কাশ্মীরে ছয়টি সুকৌশলি সেতু উদ্বোধন হয়েছে৷ আন্তর্জাতিক সীমান্ত এবং নিয়ন্ত্রণরেখার সাথে উন্নত যোগাযোগ স্থাপনে রেকর্ড সময়ের মধ্যে ওই সেতুগুলির নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে৷ সাথে তিনি যোগ করেন, এখন ভূস্বর্গে কৃষিজাত বাণিজ্য বৃদ্ধি হয়েছে৷ যা অতীতে কখনও দেখা যায়নি৷ তাঁর দাবি, ২০১৯-২০ অর্থবর্ষের জানুয়ারি পর্যন্ত ১৮.৩৪ এমটি তাজা আপেল রফতনি হয়েছে৷ এদিন ত্রিপুরার মুখ্যমন্ত্রীর একাধিক টুইটে স্পষ্ট, এক বছর পূর্বে আজকের দিনে ভূস্বর্গে নতুন সূযর্োদয় হয়েছে৷ দেশ এক ও অভিন্ন তার প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে৷

