BRAKING NEWS

পুনরায় অপরিবর্তিত রেপো রেট ও রিভার্স রেপো রেট : আরবিআই

মুম্বই, ৬ আগস্ট (হি.স.): রেপো রেপ (যে সুদের হারে বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে ঋণ দেয় রিজার্ভ ব্যাঙ্ক) পুনরায় অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)। রেপো রেট-এর পাশাপাশি অপরিবর্তিত রাখা হয়েছে রিভার্স রেপো রেটও। অপরিবর্তিত থাকার পর রেপো রেট এবং রিভার্স রেপো রেট যথাক্রমে ৪ শতাংশ এবং ৩.৩ শতাংশ রয়ে গিয়েছে। গত তিন-দিন ধরে বৈঠকে বসেছিলেন মনেটারি পলিসি কমিটি (এমপিসি)–র ছ’‌জন সদস্য। তার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন, রেপো রেট এবং রিভার্স রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিন আরবিআই গভর্নর জানিয়েছেন, আরবিআই সম্ভবত বিশ্বের মধ্যে অন্যতম কেন্দ্রীয় ব্যাঙ্ক, যে ব্যাঙ্ক ক্রিটিকাল অপারেশনে ধারাবাহিকতা আনতে বিশেষ কোয়ারেন্টিন ব্যবস্থা স্থাপন করেছে। অর্থনীতির চাকা ঘোরার বিষয়ে সেরকম কোনও আশার বাণী শোনাতে পারেননি আরবিআই গভর্নর৷ তিনি বলেন, ‘কৃষি ক্ষেত্রে খানিকটা উন্নতির সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে খারিপ শস্যের ভাল উত্‍পাদন ও ভাল বর্ষার জেরে৷ তাই গ্রামীণ অর্থনীতি আশা করছি শীঘ্রই ঘুরে দাঁড়াবে৷’ কিন্তু যেহেতু বিশ্ব অর্থনীতির নড়বড়ে অবস্থা, তাই ভারতের সার্বিক আর্থিক বৃদ্ধির হার নেগেটিভই থাকবে বলে জানান তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *