কদমতলায় গৃহবধূ ,মনপাথরে যুবকের ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি/ শান্তিরবাজার, ৪ আগস্ট৷৷ পৃথক স্থানে দুজনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটল৷ কদমতলায় গৃহবধূ এবং মনপাথরে যুবকের ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ দুটি ঘটনারই পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে৷


আবারও পারিবারিক কলহে ফাঁসিতে আত্মহত্যা করল এক গৃহবধূ৷ ঘটনার বিবরণে জানা যায় গতকাল বিকেল ৪ টা নাগাদ উত্তর জেলার কদমতলা থানাধীন রানী বাড়ি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা কার্তিক তেলেঙ্গার সঙ্গে সামান্য বিষয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে তার স্ত্রী শুক্লা তেলেঙ্গা (২০)৷ স্বামীর কার্তিক জানায় সামান্য একটি বিষয়ে তাদের মধ্যে ঝগড়া সৃষ্টি হয়৷তারপর সে বাড়ি থেকে বাইরে চলে যায়৷ কিন্তু মুহূর্তের মধ্যে তার কাছে খবর আসে তার স্ত্রী শুক্লা ফাঁসিতে ঝুলে আত্মঘাতী হয়৷ কিন্তু তাদের এই ঝগড়ার পেছনে আত্মহত্যা করার কোনো কারণ নেই বলে জানায় স্বামী কার্তিক তেলেঙ্গা৷


তার বাড়ি রানীবাড়ী গ্রাম পঞ্চায়েতের বড়লাইন ১নং ওয়ার্ডে৷ অপরদিকে, আত্মঘাতী শুক্লার বাড়ি একই গ্রাম পঞ্চায়েতের সোনাইছড়ি ৫ নং ওয়ার্ডে৷ এদিকে আত্মহত্যার বিষয়টি মৃতার শ্বশুরবাড়ির লোকজনরা জানতে পেরে স্থানীয় পঞ্চায়েত সদস্যকে খবর দেন৷ তারপর কদমতলা থানায় খবর দেওয়া হয়৷ ছুটে যায় কদমতলা থানার পুলিশ৷ পুলিশ ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঘটনাস্থল থেকে কদমতলা গ্রামীণ হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়৷ ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে সমঝে দেওয়া হয়৷
এদিকে, মৃতার মা কদমতলা থানায় সম্পূর্ণ ঘটনা তদন্ত করে মূল রহস্য উদঘাটনের জন্য আবেদন করেন৷ কি কারনে এই আত্মহত্যা তা এখনও জানা না গেলেও সঠিক তদন্তে মৃত্যুর রহস্য বেরিয়ে আসবে বলে অনুমান৷

অন্যদিকে, মনপাথর বলরামপাড়া ফাঁসি দিয়ে আত্মহত্যা করলো এক যুবক৷ শান্তিরবাজার মহকুমার অন্তর্গত মনপাথর বলরামপাড়া এলাকায় রাস্তার পাশে রাবারগাছে ঝুলন্ত অবস্থায় একযুবককে দেখতে পায় এলাকাবাসী৷ জানাযায় যুবকটি বলরাম পাড়ার বাসিন্দা হরিনারায়ন দেবনাথের ছেলে সপন দেবনাথ ( ২৭ )৷ এলাকাবাসী সকাল আনুমানিক ৯ ঘটিকায় এই যুবকটিকে ঝুলন্ত অবস্থায় দেখে বাড়ীর লোকজন ও স্থানীয় ফাঁড়ী থানায় খবরদেয়৷ পুলিশ ঘটনাস্থলে উপস্থিতহয়ে মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়েযায়৷ পারাবারিক কলহের জেরে এই আত্মহত্যা বলে প্রাথমিক ধারনা করছে এলাকাবাসী৷ ময়নাতদন্তের পর উঠেআসবে মৃত্যুর আসল রহস্য৷