অযোধ্যা, ৫ আগস্ট (হি.স.): শান্তিপূর্ণ ভাবে, গণতান্ত্রিক পদ্ধতিতে ও সংবিধান মেনে যে কোনও সমস্যারই সমাধান করা যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের গণতান্ত্রিক মূল্যবোধ এবং বিচারব্যবস্থা গোটা বিশ্বকে তা দেখিয়ে দিল। বুধবার অযোধ্যার রাম জন্মভূমিস্থলে রাম মন্দিরের ভূমিপুজো অনুষ্ঠান শেষে শিলান্যাসের অনুষ্ঠানে এমনই মন্তব্য করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
যোগী এদিন বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের গণতান্ত্রিক মূল্যবোধ এবং বিচারব্যবস্থা গোটা বিশ্বকে দেখিয়ে দিল কীভাবে শান্তিপূর্ণ ভাবে, গণতান্ত্রিক পদ্ধতিতে, সংবিধান মেনে যে কোনও সমস্যার সমাধান করা যায়। যোগী ছাড়াও এদিন একে-একে বক্তব্য রাখেন মোহন ভাগবত, প্রধানমন্ত্রী, রাম মন্দির ট্রাস্টের সভাপতি নিত্য গোপাল দাস প্রমুখ।

