নয়াদিল্লি, ৩ আগস্ট (হি. স.): গোটা দেশজুড়ে বেড়ে চলা করোনা মহামারীর জেরে উদ্বিগ্ন হয়েই অযোধ্যায় অনুষ্ঠিত ভূমি পুজোর থেকে নিজেকে বিরত রাখার সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন বিজেপির জাতীয় সহ-সভানেত্রী উমা ভারতী। ভূমি পুজোয় উপস্থিত না থাকলেও পরে তিনি অযোধ্যার যাবেন বলে সোমবার জানিয়েছেন। সোমবার হিন্দিতে লেখা নিজের টুইট বার্তায় উমা ভারতী জানিয়েছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং উত্তরপ্রদেশের কয়েকজন বিজেপি নেতার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। ফলে ভূমি পুজো উপলক্ষে ওদিন প্রধানমন্ত্রীসহ অযোধ্যায় যারা উপস্থিত থাকবেন তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছি। ভূমি পূজো চলাকালীন অযোধ্যার সরযু নদীর তীরে অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছেন বর্ষীয়ান এই বিজেপি নেত্রী। ভূমি পুজোর অনুষ্ঠান শেষ হয়ে গেলে তিনি নিরিবিলিতে রামলালা দর্শন করবেন। এ বিষয়ে তিনি রাম জন্মভূমি ন্যাস কে অবগত করিয়েছেন। টুইট বার্তায় উমা ভারতী আরো জানিয়েছেন যে আজ, সোমবার ভোপাল থেকে অযোধ্যার উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। রাস্তার মধ্যে করোনায় আক্রান্ত কারো সাথে সংস্পর্শে আসার আশঙ্কা প্রকাশ করেছেন উমা ভারতী।সেই কারণে ঐদিন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন না তিনি।অনুষ্ঠান শেষ হলে তিনি রামলালায় যাবেন। আমন্ত্রণপত্র থেকে তার নাম মুছে ফেলার আবেদন প্রধানমন্ত্রী দপ্তরের কাছে করেছেন উমা। উল্লেখ করা যেতে পারে ৫ আগস্ট, বুধবার অধ্যায় ভূমি পুজো উপলক্ষে থাকার কথা দেশের একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য দের।