নিজস্ব প্রতিনিধি, আগরতলা/তেলিয়ামুড়া, ২ আগস্ট৷৷ রাজ্যের পৃথক জায়গায় দুই ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে৷ দুটি ঘটনারই পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা নিযেছে৷ রাজ্যে অস্বাভাবিক মৃত্যুর ঘটনা দিনদিন বেড়েই চলেছে৷ তাতে বিভিন্ন মহলে উদ্বেগের সৃষ্টি হয়েছে৷
ফাঁসিতে আত্মহত্যা করলেন এক মাঝ বয়সী ব্যক্তি৷ মৃত ব্যক্তির নাম পীযূষ দাস (৫০) পিতা প্রহ্লাদ দাস বাড়ি উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানা এলাকার ব্রজেন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের ৬নং ওয়ার্ডে৷ পেশায় উনি ছিলেন দিনমজুর৷ উনার স্ত্রী অনেক পূর্বেই মারা যাওয়ায় বাড়িতে তিনি একাই থাকতেন৷ তাছাড়া উনার একমাত্র ছেলে কর্মসূত্রে বহিঃরাজ্যে থাকে৷ বাড়িতে উনার ভাই এবং আত্মীয়-স্বজন রয়েছেন৷এদিকে সংবাদ সূত্রে জানা যায়, নিত্যদিনের মত গতকাল রাত্রিবেলা সবার সঙ্গে খাওয়া-দাওয়া করে নিজ ঘরে চলে যান৷ কিন্তু রাতেই সকলের চোখে ফাঁকি দিয়ে তিনি নিজ বাড়ির পূর্ব দিকে অর্থাৎ বাড়ি থেকে আড়াইশো মিটার দূরে একটি টিলায় আমগাছের মধ্যে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন৷
আজ ভোর অনুমানিক পাঁচটা নাগাদ পাশের বাড়ির এক মহিলা এই দৃশ্য প্রত্যক্ষ করে সঙ্গে সঙ্গে মৃতার বাড়িতে খবর দেন৷ খবর পেয়েই ছুটে আসেন মৃতার পরিবারের লোকজনরা৷ তারপর খবর দেওয়া হয় কদমতলা থানার পুলিশকে৷
খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান এ এস আই গৌতম পাল সহ বিশাল পুলিশবাহিনী৷ উনাদের উপস্থিতিতে মৃতদেহ নামিয়ে নিয়ে আসা হয় কদমতলা হাসপাতালের মর্গে৷ ময়নাতদন্তের পর মৃতদেহটি আত্মীয়-পরিজনদের হাতে তুলে দেওয়া হয়৷ পুলিশের প্রাথমিক ধারণা আত্মহত্যা করেছে ঔ ব্যাক্তি৷ তবে কী কারণে এই আত্মহত্যা তা এখনো জানা যায়নি৷ তবে পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে গোটা ঘটনার তদন্ত করছে৷
এদিকে, সিধাই এর লেফুঙ্গা থানা এলাকায় একটি রাবার বাগান থেকে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷লেফুঙ্গা থেকে অভি চরণ যাওয়ার পথে একটি রাবার বাগানে ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন৷ খবর পেয়ে লেফুঙ্গা থানা পুলিশ রাবার বাগান থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে৷ মৃতদেহটি শনাক্ত করা যায়নি৷ ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ৷ মৃতদেহ উদ্ধারের সংবাদে এলাকায় তীব্র চাঞ্চল্য সষ্টি হয়েছে৷ মৃতদেহটি হাসপাতাল মর্গে তিনদিন পর্যন্ত শনাক্ত করার জন্য রাখা হবে বলে পুলিশ জানিয়েছে৷এটি আত্মহত্যা নাকি তাকে হত্যা করে রাবার গাছে ঝুলিয়ে রাখা হয়েছে তা নিয়েও স্থানীয় জনমনে নানা কৌতূহলের সৃষ্টি হয়েছে৷
এদিকে, উত্তর জেলার জম্পুই হিলে কর্মপত এক পঞ্চায়েত এক্সটেনশন অফিসার ফাঁসিতে আত্মহত্যা করেছেন সরকারী আবাসনে৷
ঘটনাটি ঘটেছে রবিবার৷ মৃত ব্যক্তির নাম যোসেফ ডার্লং৷ তাঁর বাড়ি আমবাসায়৷ সংবাদ সূত্রে জানা গিয়েছে, যোসেফ ডার্লং এদিন দুপুরে সরকারী আবাসনে ফাঁসিতে আত্মহত্যা করেছে৷ মৃতদেহটি প্রথম দেখতে পান মৃতের এক সহকর্মী৷ সাথে সাথেই তিনি বিষয়টি ভাঙমুন থানায় খবর দেন৷ ওসি শ্যামল মুড়াসিং পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছেন৷ তাছাড়া ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছেন কাঞ্চনপুরের এসডিএম চাঁদনি চন্দ্রন৷ পরে মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়৷ আগামীকাল পরিবারের লোকজন সেখানে পৌঁছলে মৃতদেহ তুলে দেওয়া হবে ময়নাতদন্তের পর৷

