নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট৷৷ রাজ্যের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী তথা বিধায়ক সুদীপ রায় বর্মন রবিবার আগরতলা ভগৎ সিং যুব আবাস সেন্টারটি পরিদর্শন করেছেন৷ শনিবার সোশ্যাল মিডিয়ায় এক প্রসূতি মায়ের ভিডিও ভাইরাল হওয়ার পর বিধায়ক তথা প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন রবিবার সকালে ভগৎ সিং যুব আবাস কোভিদ সেন্টারটি পরিদর্শনে যান৷ পরে পশ্চিম জেলার জেলা শাসক বিধায়ক সুদীপ রায় বর্মনকে ১৪ দিনের একান্তবাসে থাকার জন্য পরামর্শ দিয়েছেন৷ তাঁকে এডি নগর আরএসটিআই সেন্টারে একান্তবাসে যেতে বলা হয়েছে ৩ আগস্ট থেকে৷ সেখানে তিনি সাতদিন থাকবেন৷ তারপর তিনি বাড়িতে একান্তবাসে থাকবেন বাকি সাতদিন৷
করোনা পজেটিভ এক প্রসূতি মা ভগৎ সিং যুব আবাস কোভিদ সেন্টারের আভ্যন্তরীণ অবস্থা এবং অপরিচ্ছন্নতার চিত্র সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছিলেন৷ তার কাতর আবেদনে সাড়া দিয়ে প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী তথা বিধায়ক সুদীপ রায় বর্মন রবিবার সকালে ভগৎ সিং যুব আবাস কোভিড সেন্টারে গিয়ে বিষয়টি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন৷ তিনি সেখানে অবস্থানকারী পজিটিভ রোগীদের জন্য ফল সহ অন্যান্য খাদ্য সামগ্রীও নিয়ে যান৷
কোভিড সেন্টারে অবস্থানকারী রোগীরা উপযুক্ত ও গুণগত মানের খাবার পাচ্ছে না বলেও অভিযোগ তুলেছেন৷ সেজন্যই তিনি কিছু শুকনো খাবার এবং ফল প্যাকেট করে রোগীদের জন্য নিয়ে যান এবং তাদের কাছে পৌঁছে দেন৷ তাদের কাছ থেকে আভ্যন্তরীণ পরিবেশ সম্পর্কে বিস্তারিত খোঁজখবরও নেন প্রাক্তন স্বাস্থ্য মন্ত্রী তথা বিধায়ক সুদীপ রায় বর্মন৷ ভগৎ সিং যুব আবাস কোভিড সেন্টারটি পরিদর্শনকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী তথা বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন কিছু দায়িত্বপ্রাপ্ত সরকারি আধিকারিক এবং কর্মীদের গাফিলতির কারণেই এ ধরনের পরিস্থিতির উদ্ভব হয়েছে৷
কোভিডসেন্টারে রোগীরা যাতে সঠিক পরিষেবা পেতে পারেন এবং আভ্যন্তরীণ পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় থাকে সেজন্য তিনি দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে কথা বলবেন বলে জানান৷