শিলং, ৩ আগস্ট (হি. স.) : মেঘালয়ে নতুন করে ২৮ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে। তাঁদের মধ্যে ৭ জন সশস্ত্র বাহিনী এবং ১৩ জন বিএসএফ জওয়ান রয়েছেন। এছাড়া ৮ জন রয়েছেন বিভিন্ন জেলার সাধারণ নাগরিক। সবমিলিয়ে এখন পর্যন্ত মোট ৬৩৩ জন সক্রিয় করোনা আক্রান্ত রয়েছেন। ২৬৪ জন এখন পর্যন্ত সুস্থ হয়েছেন এবং পাঁচ জনের মৃত্যু হয়েছে।
প্রসঙ্গত, মেঘালয়ের পূর্ব খাসিপাহাড়ে জেলায় সর্বোচ্চ করোনা সংক্রমিত হয়েছেন। ওই জেলায় বিএসএফ-এর ২২৬ জন, সেনা ও আসাম রাইফেলস-এর ৫১৮ জন, সশস্ত্র বাহিনীর ৫৯ জন এবং অন্যান্য ২৩৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। এদিকে, পশ্চিম খাসিপাহাড়ে পাঁচ জন, রি-ভই জেলায় ৫৫ জন, পশ্চিম জয়ন্তিয়াপাহাড়ে ১৬ জন, পূর্ব জয়ন্তিয়াপাহাড়ে ১৭ জন, পশ্চিম গারোপাহাড়ে ১৬ জন, দক্ষিণ পশ্চিম গারোপাহাড়ে ৪ জন এবং দক্ষিণ গারোপাহাড় জেলায় ২ জন আক্রান্ত হয়েছেন।