নয়াদিল্লি, ২ আগস্ট (হি. স.): বৃহস্পতিবার রাতে শারীরিক অসুস্থতা বোধ করায় দিল্লির শ্রী গঙ্গারাম হাসপাতালে ভর্তি হয়েছিলেন কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধী। রবিবার দুপুর একটা নাগাদ হাসপাতাল থেকে তাঁকে ছেড়ে দেওয়া হয়।শ্রী গঙ্গারাম হাসপাতালের চেয়ারম্যান ডা: ডি এস রানা জানিয়েছেন, ৩০ জুলাই, বৃহস্পতিবার রাত ৭ টা নাগাদ হাসপাতালে ভর্তি হন সোনিয়া গান্ধী। রবিবার দুপুর একটা নাগাদ তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। অন্যদিকে, কংগ্রেস সূত্রে জানা গিয়েছে রুটিন টেস্ট এবং চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন সোনিয়া গান্ধী।উল্লেখ করা যেতে পারে, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছেন তিনি।
2020-08-02