লখনউ, ২ আগস্ট (হি. স.): সীমান্ত সংকট, আর্থিক দুরবস্থা এবং কর্মসংস্থানের অপ্রতুলতা নিয়ে কেন্দ্র এবং উত্তরপ্রদেশ সরকারের বিরুদ্ধে নিন্দায় মুখর হলেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। রবিবার সকালে নিজের টুইট বার্তায় অখিলেশ লেখেন, করোনার সময়কালে দেশের সীমান্ত সহ ব্যবসা এবং কর্মসংস্থান কোনটাই সুরক্ষিত নয়।
অর্থনীতি এবং ব্যাংকের পরিস্থিতি নিম্নমুখী। স্থায়ী আমানত সহ একাধিক আমানতের সুদের হার ক্রমাগত কমিয়ে দেওয়া হচ্ছে। প্রভিডেন্ট ফান্ড থেকে টাকা তুলতে বাধ্য হচ্ছে মানুষ। বিজেপি সরকারের ভ্রান্ত নীতির জন্য মানুষ তার প্রিয়জনকে হারিয়েছে। নেটিজেনরাও হতোদ্যম হয়ে পড়েছে। উল্লেখ করা যেতে পারে দেশের আর্থিক পরিস্থিতি ভালো জায়গায় নিয়ে যাবার জন্য একাধিক আর্থিক প্যাকেজের ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। তা সত্বেও পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি বলে মনে করে সমাজবাদী পার্টি সহ দেশের অন্যান্য বিরোধী দলগুলি।