নয়াদিল্লি, ২ আগস্ট (হি. স.): করোনার জেরে ভারতে আটকে পড়া বিদেশি নাগরিকদের দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আগস্ট মাসে ১৩০ র বেশি বিমান চালাবে এয়ার ইন্ডিয়া।অন্যদিকে বিদেশে আটকে পড়া ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনার জন্য প্রায় ১৫০ মত বিশেষ বিমান চালাবে রাষ্ট্রায়ত্ত এই অসামরিক বিমান পরিবহন সংস্থাটি। এয়ার ইন্ডিয়ার এমন পদক্ষেপ নেওয়ার কারণে হচ্ছে যে আগস্ট মাসেও স্বাভাবিক হবে না আন্তর্জাতিক বিমান পরিষেবা। পরিসংখ্যান অনুযায়ী এখনও পর্যন্ত বিদেশে আটকে পড়া ১০ লক্ষ ভারতীয়কে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
অন্যদিকে, প্রায় ৬ লক্ষ নাগরিকদের নিজ নিজ দেশে ফিরিয়ে দেওয়া হয়েছে। বন্দে ভারত মিশন প্রকল্পের আওতায় ১৫ আগস্ট বাদ দিয়ে প্রায় প্রতিদিনই নিয়ে আসো নিয়ে যাবার প্রক্রিয়া চালু থাকবে। মুম্বই, হায়দ্রাবাদ, চন্ডিগড়, বেঙ্গালুরু, দিল্লি থেকেই বিশেষ বিমান পরিষেবা চালানো হবে। ভারতে এই মুহূর্তে যেসব দেশের নাগরিকরা আটকে রয়েছে সেইসব দেশ হল ব্রিটেন, আবুধাবি, ইতালি, অস্ট্রেলিয়া, কানাডা, হংকং, চিন, সিঙ্গাপুর।পাশাপাশি এই সকল দেশে আটকে পড়া ভারতীয়দেরও দেশে ফিরিয়ে আনা হবে।