ভাসুরের দায়ের কোপে গুরুতর আহত গৃহবধূ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই৷৷ দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার থানা এলাকার কাঞ্চননগর সেনপাড়ায় ভাসুরের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতরভাবে আহত হয়েছেন ছোট ভাইয়ের বউ৷ আহত গৃহবধূকে শান্তিরবাজার হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ দুই পরিবারের মধ্যে সীমানা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এই ঘটনা সংঘটিত হয়েছে বলে জানা গেছে৷


ঘটনার বিবরণে জানা যায় কমলা রঞ্জন ভৌমিক নামে এক ব্যক্তি বাড়ির সীমানায় গাছ কাটতে গেলে তার ছোট ভাইয়ের বউ তাতে বাধা দেন৷ সীমানা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়৷ এরই জের ধরে ভাসুর তার ছোট ভাইয়ের বউয়ের গায়ে ধারালো দা দিয়ে আঘাত করেন৷ ধারালো অস্ত্রের আঘাতে ছোট ভাইয়ের বউ গুরুতরভাবে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন৷ সঙ্গে সঙ্গে তাকে এলাকার লোকজন উদ্ধার করে শান্তিরবাজার হাসপাতালে নিয়ে যান৷ এ ব্যাপারে শান্তিরবাজার থানায় একটি সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ অভিযুক্তের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷ পুলিশ অভিযুক্ত কমলা রঞ্জন ভৌমিককে খুঁজছে৷ তার বিরুদ্ধে শান্তিরবাজার থানায় মামলা দায়ের করার পর থেকেই ওই ব্যক্তি পলাতক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *