নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই৷৷ রাজ্য সরকার বনায়নের উপর গুরুত্ব দিয়েছে৷ সেই সাথে বনকে ভিত্তি করে যাতে কর্মসংস্থান বৃদ্ধি পায় সেদিকেও জোর দেওয়া হয়েছে৷ বুধবার শিক্ষামন্ত্রী রতন লাল নাথ জানান, পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য রাজ্য সরকারের তরফ থেকে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে৷ সেই সাথে অর্থকারী গাছের চারা রোপন করার ব্যপারেও সরকার চিন্তাভাবনা করেছে৷
তাই রাজ্য সরকারে মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে, বিভিন্ন নার্সারিতে যেসব চারা মজুত রয়েছে সেগুলি সুলভ মূল্যে জনগণকে বিক্রি করা হবে৷ প্রতি চারা একটাকা দরে দেওয়া হবে যাদের নিজের জমিতে লাগানোর ব্যবস্থা রয়েছে৷ অন্যদিকে, রাজ্য সরকার কিংবা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সংস্থা ও স্বশাসিত সংস্থার অধীনে যে ভূমি রয়েছে সেখানে রোপন করাার জন্য বিনামূলে চারা প্রদান করা হবে৷