বেবি বাম্প নিয়ে প্রকাশ্যে রাজ – ঘরনী শুভশ্রী

কলকাতা, ৩০ জুলাই (হি স): চারদিকে যখন করোনা আতঙ্কে ভুগছে মানুষ তখনই সকলকে খুশির খবর দেয় রাজ ঘরনী শুভশ্রী ।  মা হতে চলেছেন অভিনেত্রী শুভশ্রী । আর এবার বেবি বাম্প নিয়ে প্রকাশ্যে এলেন শুভশ্রী । বৃহস্পতিবার ইনস্টাগ্রামে ফটো পোস্ট অভিনেত্রীর।

১১ মে, সোমবার সকালে ট্যুইট করে অভিনেত্রী শুভশ্রী জানালেন তিনি অন্তঃসত্ত্বা । সন্তান আসার সুখবর জানানোর জন্যে শুভশ্রী এবং রাজ চক্রবর্তী বেছে নিলেন তাঁদের দ্বিতীয় বিবাহবার্ষিকীর দিনটিই । সকাল ১০টা নাগাদ ট্যুইট করে শুভশ্রী জানান তিনি অন্তঃসত্ত্বা । আর এদিন বেবি বাম্প নিয়ে প্রকাশ্যে এলেন অভিনেত্রী ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *