নাগাল্যান্ডে মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে করোনা, বিধানসভা সচিবালয় ও বিধায়ক সহ সংক্রমিত নয়, পিছলো অধিবেশন

কোহিমা, ৩০ জুলাই (হি.স.) : নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফিউ রিওর সরকারি বাসভবনে কয়েকজনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে৷ ফলে সরকারি আবাসে মুখ্যমন্ত্রীর কার্যালয় ৪৮ ঘণ্টার জন্য বন্ধ করে দেওয়া হয়েছে৷ বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী দফতরের জনৈক আধিকারিক এক টুইট বার্তায় এই খবর জানিয়েছেন৷ তিনি জানান, সমস্ত এসওপি বাস্তবায়িত করা হয়েছে৷ পাশাপাশি সরকারি আবাস সম্পূর্ণ স্যানিটাইজ করা হয়েছে৷ প্রসঙ্গত, নাগাল্যান্ড বিধানসভার একদিবসীয় বর্ষাকালীন অধিবেশন ৩০ জুলাইয়ের বদলে ১৩ অগাস্টে নিয়ে যাওয়া হয়েছে৷ কারণ, বুধবার বিধানসভা সচিবালয়ের ছয়জন কর্মচারীর দেহে করোনা-র সংক্রমণ মিলেছে৷

বিধানসভার কমিশনার ও সেক্রেটারি পিজে অ্যান্টনি জানিয়েছেন, করোনা-র প্রকোপে অপ্রত্যাশিত ঘটনায় ৩০ জুলাই বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় নির্ধারিত ১৩ তম নাগাল্যান্ড বিধানসভার ষষ্ঠ অধিবেশন পিছিয়ে দেওয়া হয়েছে। তিনি জানান, বিধানসভার ছয় কর্মচারীর দেহে কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে। করোনা সংক্রমিতরা শনাক্ত হওয়ায় কোহিমা জেলা টাস্কফোর্স তাৎক্ষণিকভাবে ৪৮ ঘণ্টার জন্য বিধানসভা সচিবালয় সিল করার নির্দেশ দিয়েছে।

এদিকে, বুধবার বিধায়ক মহাথুং ইয়ান্থান করোনা আক্রান্ত হয়েছেন৷ সাথে তাঁর দেহরক্ষী এবং গাড়ি চালকের দেহেও করোনা-র সংক্রমণ মিলেছে৷ অন্যদিকে বিধায়ক আর খিঙের কোভিড-১৯ রিপোর্ট নেগেটিভ এসেছে৷ কিন্ত তাঁর দুই সহযোগী করোনা আক্রান্ত হয়েছেন৷ করোনা পরিস্থিতির জন্য বিধানসভা অধিবেশনে অংশগ্রহণের ক্ষেত্রে সকলের কোভিড-১৯ পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *