জন্মদিনে স্ত্রী অনুষ্কার জন্য নিজের হাতে কেক তৈরি কোহলির স্মরণীয় কোয়ারান্টাইন মুহূর্ত

নয়াদিল্লি, ২৬ জুলাই (হি.স.) : ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির স্মরণীয় কোয়ারান্টাইন মুহূর্ত জন্মদিনে স্ত্রী অনুষ্কার জন্য নিজের হাতে কেক বানান । সতীর্থ মায়াঙ্ক আগরওয়ালের সঙ্গে এক  আলোচনায় এমনটাই জানিয়েছেন কোহলি নিজেই । 

‘ওপেন নেটস উইথ মায়াঙ্ক’ নামের এই চ্যাট শো-এ অধিনায়ক বিরাট কোহলি জানিয়েছেন  জানিয়েছেন, লকডাউনের আগে বিয়ের পর থেকে স্ত্রী অনুষ্কার সঙ্গে এতদিন সময় কাটানোর সুযোগ পাননি তিনি। চ্যাট শো-এ কোহলির কাছে জানতে চাওয়া হয় তাঁর স্মরণীয় কোয়ারান্টাইন মুহূর্তের কথা। সেখানেই বিরাট জানান যে, জীবনে প্রথমবার কেক তৈরির স্মৃতি তিনি কখনও ভুলবেন না। কোহলি বলেন, ‘অনুষ্কার জন্মদিনে জীবনে প্রথমবার আমি কেক বানাই। যেহেতু আগে কখনও আমি কেক তৈরি করিনি, তাই এটা আমার সেরা কোয়ারান্টাইন মুহূর্ত। আসলে প্রথম বারের চেষ্টাতেই খুব ভালো তৈরি হয় কেকটি এবং আমার সব সময় মনে থাকবে যে, অনুষ্কা বলেছিল ওর ভীষণ ভালো লেগেছে ওটা। কোয়ারান্টাই পর্বে এটা আমার অসাধারণ স্মৃতি।’

এর আগে লকডাউনে কেভিন পিটারসেনের সঙ্গে ইনস্টাগ্রাম লাইভে কথা বলার সময়েও কোহলি জানিয়েছিলেন যে, তিনি কোয়ারান্টাইনের সময়টা রীতিমতো উপভোগ করছেন।