নয়াদিল্লি, ২৫ জুলাই (হি. স.): চলতি মাসের শেষের দিকে ভারতের হাতে চলে আসবে রাফাল যুদ্ধবিমান।এই যুদ্ধবিমানগুলিকে পূর্ব লাদাখে মোতায়েন করা হবে বলে জানা গিয়েছে।চিনা আগ্রাসন রুখতেই ভারতীয় বায়ুসেনার এই সিদ্ধান্ত। ইতিমধ্যেই পূর্ব লাদাখে বায়ুসেনা তরফ থেকে মোতায়ন করা হয়েছে মিরাজ ২০০০, মিগ ২৯, সুখোই ৩০ এমকেআই, জাগুয়ারের মতন যুদ্ধবিমান।এর সঙ্গে রাফাল যুক্ত হলে আকাশপথে ভারতের শক্তি যে অনেকাংশে বেড়ে যাবে তা বলাই বাহুল্য।আগে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল রাফাল যুদ্ধবিমান এর সঙ্গে ইজরায়েলের তৈরি স্পাইস ২০০০ ক্ষেপণাস্ত্র সংযুক্ত করা হবে।কিন্তু এই সিদ্ধান্ত বদল করে রাফাল যুদ্ধবিমান এর মধ্যে ফ্রান্সের তৈরি হেমার প্রণালী লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রাফায়েল নিয়ে ফ্রান্সের সঙ্গে চুক্তির সময় এই হ্যামার প্রণালী বসানোর কথা ছিল না।কিন্তু বেজিংয়ের আগ্রাসী মনোভাবের জন্য এটিকে সংযোজন করা হয়।২০১৬ সালে ৩৬ টি রাফাল কেনার জন্য ফ্রান্সের সঙ্গে চুক্তি করে ভারত। এর জন্য খরচ হয় ৭.৮ কোটি ইউরো যা ভারতীয় মুদ্রায় ৫৮ হাজার কোটি টাকা।সেই সময় টাকার অভাবে রাফালের সঙ্গে হ্যামার প্রযুক্তিকে বাদ দেওয়া।তার জায়গায় ইজরায়েলের স্পাইস ২০০০ ক্ষেপণাস্ত্র বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু চিনের অতিরিক্ত আগ্রাসন রুখতে রণনীতি বদল করে ভারত।
উল্লেখ্য, পূর্ব লাদাখে সীমান্তবর্তী এলাকায় আকাশ পথে ভারতীয় সেনাবাহিনীকে সুরক্ষিত করার জন্য চকোর কাটছে কমব্যাট শ্রেণীর হেলিকপ্টার অ্যাপাচি, সেনা এবং রসদ মোতায়েনের জন্য ব্যবহার করা হচ্ছে চিনুক হেলিকপ্টার। এছাড়াও ভূমি থেকে আকাশ পথে যেকোনো হামলা রুখতে দেশীয় প্রযুক্তিতে তৈরি এয়ার ডিফেন্স সিস্টেম বসানো হয়েছে।

