ষাটোর্ধ বৃদ্ধাকে ধর্ষণ করল প্রতিবেশী যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুলাই৷৷ লেফুঙ্গা থানা এলাকার সিপাহীপাড়াতে ৬৫ বছর বয়সী এক মহিলাকে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে৷ জানা যায় ওই মহিলা তার বোনের বাড়িতে থাকতেন৷ ভোররাতে প্রাকৃতিক কার্য্য করার জন্য ঘর থেকে বের হয়ে গেলে প্রতিবেশী এক যুবক তাকে তুলে নিয়ে যায়৷ বাড়িতে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে৷


ধর্ষণকারীর পরিবারের লোকজন বিষয়টি ধর্ষিতার বোনকে জানায় এবং ধর্ষিতাকে বাড়িতে পৌঁছে দেয়৷ ধর্ষিতা বৃদ্ধা মহিলাকে রক্তাক্ত অবস্থায় মোহনপুর প্রাথমিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ বর্তমানে ওই মহিলা হাসপাতালে চিকিৎসাধীন৷ এ ব্যাপারে থানায় অভিযোগ নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ ধর্ষিতা বৃদ্ধা তার জবানবন্দিতে পুলিশকে জানিয়েছেন ভোররাতে প্রাকৃতিক কার্য্য আসার জন্য ঘর থেকে বের হলে প্রতিবেশী যুবক মুখে চাপা দিয়ে তাকে বলপূর্বক তার ঘরে তুলে নিয়ে যায়৷ সেখানে নিয়ে তাকে ধর্ষণ করে৷ মহিলার চিৎকারে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে৷ ৬৫ বছরের বৃদ্ধা ধর্ষিতার খবরে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ অভিযুক্তকে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক কঠোর শাস্তির দাবি উঠেছে৷ এই পৈশাচিক ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছেন এলাকাবাসী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *