গুয়াহাটি, ২৩ জুলাই (হি.স.) : খুব শীঘ্রই অসমে শুরু হবে আন্তঃরাজ্য যাতায়াত ব্যবস্থা। জানিয়েছেন রাজ্যের মুখ্যসচিব কুমার সঞ্জয় কৃষ্ণ। করোনার দ্ৰুত সংক্ৰমণ রোধে গত বাবে ২২ জুলাই থেকে আগামী ১২ আগস্ট পর্যন্ত আন্তঃজেলা যাতায়াত বন্ধ করে দিয়েছিল রাজ্য সরকার।
মুখ্যসচিব জানান, আন্তঃরাজ্য যাতায়াত ব্যবস্থা শুরু করা হবে। তবে কিছু নিয়মাবলির মাধ্যমে। মাত্র দুদিনের জন্য যোগাযোগ ব্যবস্থায় শিথিলতা আনা হবে। এই দুদিন ৩০ এবং ৩১ জুলাই। রাজ্যের এক জেলা থেকে অন্য জেলায় আসা যাওয়া করতে পারবেন সংশ্লিষ্ট কেউ। মুখ্যসচিব কুমার সঞ্জয় কৃষ্ণ ইতিমধ্যে এক নিৰ্দেশনাও জারি করে দিয়েছেন।
নির্দেশিকায় বলা হয়েছে, কোনও কন্টেইনমেন্ট জোনের উদ্দেশে কেউ যাত্রা করতে পারবেন না এবং কন্টেইনমেন্ট জোনেরও কেউ পারবেন না যাত্ৰা করতে। তাছাড়া, এই দুদিন নির্দিষ্ট গাড়িগুলোকে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং মুখে মাস্ক ও যথারীতি স্যানিটাইজার সহযোগে যাত্ৰী পরিবহণ করতে হবে।