গুয়াহাটি, ২০ জুলাই (হি.স.) : আজ ২০ জুলাই, গুয়াহাটিতে শুরু আনলক-১। এ সম্পর্কে রাজ্যের মুখ্যসচিব কুমার সঞ্জয় কৃষ্ণের নির্দেশিকা অনুযায়ী কামরূপ মহানগরের জেলাশাসক বিশ্বজিৎ পেগু জারি করেছেন কিছু বিধিনিষেধ।
নয়া বিধি অনুযায়ী, আগামী ২ আগস্ট পর্যন্ত গুয়াহাটিতে আনলক-১ বহাল থাকবে। তবে আগামী এক সপ্তাহ নয়া নিয়মে প্রতিদিন সকাল ৭.০০টা থেকে বিকেল ৫.০০ পর্যন্ত দোকানপাট খোলার নিৰ্দেশ দেওয়া হয়েছে। তবে প্রতিটি প্রতিষ্ঠান চালাতে হবে ৫০ শতাংশ কর্মচারী দিয়ে। বলা হয়েছে, আজ সোমবার রাস্তার ডান পাশের দোকানপাট খোলা থাকবে। পরের দিন অর্থাৎ আগামীকাল মঙ্গলবার খোলা যাবে বাম পাশের দোকানপাট। এভাবে একদিন অন্তর অন্তর ডান ও বাম পাশের দোকান পাট খুলবে। স্পষ্ট করে জেলাশাসক জানান, পল্টনবজার থেকে খানাপাড়া পর্যন্ত রাস্তার ডানদিকে অবস্থিত সব দোকানপাট খোলা যাবে। একই নিয়ম জালুকবাড়ি থেকে নুনমাটি, জালুকবাড়ি থেকে ভিআইপি রোড হয়ে আজারা, ছয়মাইল-নারেঙ্গি রুটেও বলবৎ থাকবে।
এছাড়া পাইকারি এবং অন্য সামগ্ৰী বিক্ৰি সোম থেকে শুক্রবার পর্যন্ত খোলা থাকবে, বলা হয়েছে জেলাশাসকের নির্দেশিকায়। তবে বিধিবদ্ধ নিয়ম অনুযায়ী এই সব বাণিজ্যিক প্ৰতিষ্ঠানগুলোর স্বত্বাধিকারী এবং কর্মচারীদের তাৎক্ষণিকভাবে কোভিড-১৯ টেস্টের রিপোৰ্ট প্ৰদৰ্শন করতে হবে না। কামরূপ মেট্রো জেলা চেম্বার্স অব কমার্স-এর সভাপতি এবং অন্যান্য ব্যবসায়ী সংস্থার পদাধিকারীদের সঙ্গে বৈঠক করে বিধিবদ্ধ নিয়ম ঘোষণা করেছেন জেলাশাসক বিশ্বজিৎ পেগু।
মুখ্যসচিবের নির্দেশিকার ভিত্তিতে জেলাশাসক জানান, আনলক-১-এ জিম, সিনেমা হল, শপিং মল, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকেবে। তাছাড়া, সরকারি এবং বেসরকারি কাৰ্যালয়গুলিও খুলবে। তবে এই সব কার্যালয়ে ৩০ শতাংশ কৰ্মচারীর উপস্থিতি নিশ্চিত করতে হবে। এছাড়া সব কাৰ্যালয়ের আধিকারিক থেকে কর্মচারী, সকলের করোনা টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। তিনি জানান, যাবতীয় নিৰ্মাণকাৰ্য চলবে। বিউটি পাৰ্লার, সেলুন কেবল চুল কাটার জন্য খোলার অনুমতি দেওয়া হয়েছে বলে জানান জেলাশাসক। এছাড়া, রেপিডো, ক্যাব, অটো রিকশা, প্যাডাল রিকশা চলবে। তবে সংশ্লিষ্ট চালকদের সঙ্গে থাকতে হবে হ্যান্ড স্যানিটাইজার, থাৰ্মোমিটার। এগুলি যাত্রীদের জন্য ব্যবহার করতে হবে। তাছাড়া, ক্যাব, অটো রিকশা এবং রিকশা ইত্যাদিতে দুজনের বেশি যাত্ৰী নেওয়া চলবে না। সকলকে কোভিড-১৯ নেগেটিভের প্ৰমাণপত্ৰ প্রদর্শন করতে হবে এবং প্রতিটি ট্রিপের পর সংশ্লিষ্ট যানবাহনকে স্যানিটাইজ করা বাধ্যতামূলক।
তবে তাৎপৰ্যপূৰ্ণভাবে ব্যক্তিগত গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য সরকার। কেবল জরুরিকালীন এবং দফতর সংক্ৰান্ত কাজে ব্যবহৃত ব্যক্তিগত যানবাহন চলাচল করতে পারবে বলে জানান তিনি। এছাড়া জানান, নৈশ কার্ফিউ পূর্ববৎ প্রতিদিন সন্ধ্যা ৬.০০টা থেকে পরের দিন সকাল ৮.০০টা পর্যন্ত অব্যাহত থাকবে। আরও জানান, কেবল সোম এবং মঙ্গলবার আন্তঃজেলা যাতায়াত ব্যবস্থায় ছাড় দিয়েছে রাজ্য সরকার।