বিহার ও অসমে বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন প্রিয়াঙ্কা

দিল্লি, ২০ জুলাই (হি. স.): বিহার এবং অসমে অতিরিক্ত বৃষ্টিপাতের জেরে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।কয়েক বর্গ কিলোমিটার কৃষিজমি জলের তলায় তলিয়ে গিয়েছে।বাস্তুচ্যুত বহু মানুষ। গৃহহীন অবস্থায় ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে কয়েক লক্ষ মানুষ। এই প্রাকৃতিক বিপর্যয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী বডরা।দলীয় কর্মী এবং নেতাদের আর্ত মানুষের সাহায্যার্থে পাশে দাঁড়ানোর জন্য আহ্বান করেছেন প্রিয়াঙ্কা। সোমবার নিজের টুইট বার্তায় প্রিয়াঙ্কা লিখেছেন, অসম, বিহার এবং উত্তর প্রদেশের কয়েকটি অঞ্চলে বন্যার জেরে জনজীবন বিপর্যস্ত।কয়েক লক্ষ মানুষ সংকটে রয়েছে। এমন পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়াতে তৎপর কংগ্রেস। সেই উদ্দেশ্যে দলীয় কর্মী এবং নেতাদের কাছে আর্তের পাশে সমস্ত রকমের সাহায্য নিয়ে দাঁড়ানোর আহ্বান করেছেন তিনি। বন্যা দুর্গত এলাকার ছবিও নিজে টুইট বার্তার সঙ্গে পোস্ট করেছেন সোনিয়া-কন্যা প্রিয়াঙ্কা। উল্লেখ করা যেতে পারে অসমের ২৫ টি জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।প্রভাবিত হয়েছে প্রায় ৭০ লক্ষ মানুষ।নিহত ১১০।বিহারের দেখা দিয়েছে বন্যা। জেডিইউ- বিজেপি শাসিত এই রাজ্যে আটটি জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।এই জেলাগুলি হল দ্বারভাঙ্গা, সীতামারি, খাগারিয়া, মুঙ্গের, চাপড়া, মধুবনী, মধেপুরা এবং মুজাফফরপুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *