নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুলাই৷৷ রাজস্থানে পাচার হওয়া নাবালিকাকে অবশেষে ত্রিপুরায় ফিরিয়ে আনা হয়েছে৷ এনসিপিসিআর, টিসিপিসিআর এবং ত্রিপুরা সরকারের যৌথ প্রচেষ্টায় ওই নাবালিকাকে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে৷ এতে সকলেই অত্যন্ত আনন্দিত৷
এ-বিষয়ে ত্রিপুরা কমিশন ফর প্রটেকশন অব চাইল্ড রাইটস (টিসিপিসিআর)-এর চেয়ারম্যান নীলিমা ঘোষ জানিয়েছেন, অবশেষে ওই নাবালিকাকে রাজ্যে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে৷ আজ দিল্লি থেকে বিমানে ওই নাবালিকা ত্রিপুরায় ফিরেছে৷ বিমানবন্দরে তার নমুনা সংগ্রহ করা হয়েছে৷ এর পর তাকে ঊনকোটি জেলায় পাঠিয়ে দেওয়া হয়েছে৷ তিনি বলেন, ঊনকোটি জেলা পুলিশ তাকে একান্তবাসে রাখার ব্যবস্থা করবে৷
এদিন তিনি জানান, গত সোমবার দুই পুলিশ কর্মী, চাইল্ড লাইনের একজন এবং একজন সিডিপিও রাজস্থানের ঝুনঝুনুর উদ্দেশ্যে রওয়ানা দেন৷ ওইদিন রাত আড়াইটা নাগাদ তাঁরা সেখানে পৌছেন৷ গতকাল সমস্ত নিয়ম নির্দেশিকা পূরণ করে নাবালিকাটিকে নিজেদের হেফাজতে নিয়েছেন তাঁরা৷
নীলিমা ঘোষের কথায়, আজ দুপুরের মধ্যে তারা সড়কপথে দিল্লি পৌঁছেন৷ এর পর বিমানে দিল্লি থেকে আগরতলায় আসেন৷ টিসিপিসিআর চেয়ারম্যান বলেন, অনেক চেষ্টার ফলে ত্রিপুরা থেকে পাচার হওয়া নাবালিকাকে সুরক্ষিতভাবে উদ্ধার করা সম্ভব হয়েছে৷ তাতে ভীষণ আনন্দ হচ্ছে৷ তাঁর কথায়, ত্রিপুরা সরকার এবং এনসিপিসিআর ও টিসিপিসিআর-এর যৌথ উদ্যোগে ত্রিপুরার মেয়েকে পুনরায় মায়ের কোলে ফিরিয়ে দেওয়া সম্ভব হচ্ছে৷
প্রসঙ্গত, হাইকোর্টের নির্দেশে এনসিপিসিআর-এর সহায়তায় রাজস্থানে পাচার হওয়া ত্রিপুরার নাবালিকাকে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে৷ ওই নাবালিকা সেখানে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিল৷ এমন-কি এক সময় সে করোনায় আক্রান্ত হয়েছিল৷ চিকিৎসা করে করোনা মুক্ত করা হয়েছে৷ পাশাপাশি তার ভবিষ্যতের কথা মাথায় রেখে আইন মেনে গর্ভপাতও করা হয়েছে৷ এদিকে, টিসিপিসিআর নাবালিকার পরিবারের কাউন্সেলিং করেছে৷ তাতে তারা মেয়েকে ফিরিয়ে নিতে সম্মত হয়েছেন৷