শিমলা ও রাজকোট, ১৬ জুলাই (হি.স.): মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল হিমাচল প্রদেশ। হালকা তীব্রতার ভূকম্পন অনুভূত হয়েছে গুজরাটেও। বৃহস্পতিবার সকাল ৪.৪৭ মিনিট ২.৩ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় হিমাচল প্রদেশের উনা জেলায়, ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৪.৪৭ মিনিট ২.৩ তীব্রতার ভূকম্পন অনুভূত হয়েছে হিমাচল প্রদেশের উনা জেলায়।
হিমাচল প্রদেশ ছাড়াও এদিন সকালেই হালকা তীব্রতার ভূকম্পন অনুভূত হয় গুজরাটের রাজকোটে। তীব্রতা ছিল ৪.৮। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৭.৪০ মিনিট নাগাদ ৪.৮ তীব্রতার ভূকম্পন টের পাওয়া যায় গুজরাটের রাজকোটের ২২ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।