প্রাণ বাঁচাতে প্লাজমা থেরাপি অত্যন্ত সহায়ক : অরবিন্দ কেজরিওয়াল

নয়াদিল্লি, ১৪ জুলাই (হি.স.): দ্বিতীয় প্লাজমা ব্যাঙ্ক পেল দিল্লি সরকার। কোভিড-১৯ ভাইরাস সংক্রমিত রোগীদের চিকিৎসার জন্য মঙ্গলবার দিল্লির লোক নায়েক জয় প্রকাশ নারায়ণ হাসপাতালে প্লাজমা ব্যাঙ্কের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এদিন প্লাজমা ব্যাঙ্ক উদ্বোধন করার পর মুখ্যমন্ত্রী বলেছেন, ‘প্রাণ বাঁচাতে প্লাজমা থেরাপি সত্যিই অত্যন্ত সহায়ক। একশো শতাংশ সফল হবে তা বলা সম্ভব নয়…তবে দিল্লিতে মৃত্যুর হার কমছে এবং প্লাজমার ভূমিকা রয়েছেই।’

কেজরিওয়াল আরও বলেন, ‘দিল্লিতে আক্রান্ত ও মৃত্যুর হার কমছে, তবে মানুষকে সতর্ক থাকতে হবে। কোভিদ-১৯ ফের যে ফিরবে না, তা বলা সম্ভব নয়। মাস্ক পরা, স‍্যানিটাইজার এবং হাত ধোঁয়া ভীষণ গুরুত্বপূর্ণ।কেজরিওয়াল এদিন জানান, মধ্য দিল্লিতে অবস্থিত লোক নায়েক জয় প্রকাশ নারায়ণ হাসপাতাল, প্লাজমা দান করতে ইচ্ছুকরা সহজেই সেখানে যেতে পারবেন। সুস্থ হওয়ার ১৪ দিন পর প্লাজমা দান করতে পারবেন কোভিড-১৯ আক্রান্ত রোগীরা।