গেইট খুলে দিল বিএসএফ, স্বস্তি মতিনগর সীমান্তের বাসিন্দাদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জুলাই৷৷ অবশেষে মতিনগর আন্তর্জাতিক সীমান্ত এলাকায় বসবাসকারী জনগণের দীর্ঘদিনের সমস্যার সমাধান হল৷ ডুকলি ব্লকের চেয়ারম্যানের হস্তক্ষেপে অবশেষে বিএসএফ ৯৮নম্বর কাঁটাতারের গেট খুলে দেওয়ার সিদ্ধান্তে উপনীত হল৷


উল্লেখ্য, করোনা ভাইরাস সংক্রমণ জনিত কারণে লকডাউন ঘোষণার পর থেকে মতিনগর সীমান্তে কাঁটাতারের বেড়ার ওপারে বসবাসকারী ভারতীয় নাগরিকরা এপারে আসতে পারছিল না৷ বিএসএফ ৯৮ নম্বর গেটটি বন্ধ করে দিয়েছিল৷ স্বাভাবিক কারণেই কাঁটাতারের বেড়ার ওপারে অবস্থানকারী ভারতীয় নাগরিকরা জরুরি প্রয়োজনে, চিকিৎসার প্রয়োজনে এপারে আসতে পারছিল না৷ তারা বহু কষ্টে জীবন যাপন করে আসছিল৷ শেষপর্যন্ত প্রশাসনের হস্তক্ষেপে এই সমস্যার সমাধান হলো৷