করোনা আক্রান্তে সর্বোচ্চ রেকর্ড, একদিনে ১৪১ জন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুলাই৷৷ রাজ্যে করোনা আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড হল শুক্রবার৷ এদিন ১৪১ জন করোনা সংক্রমিতের সন্ধান পাওয়া গিয়েছে৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সকলকে সতর্ক থাকার জন্য পরামর্শ দিয়েছেন৷


এদিন মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় ঘোষণা দেন ২১২৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ তাতে ১৪১ জনের কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ এসেছে৷ আক্রান্ত ১৪১ জনের মধ্যে খোয়াই জেলায় ৬৩ জন, পশ্চিম জেলায় ৩৫ জনস ধলাই জেলায় ১৫ জন, গোমতী জেলায় ১০ জন, সিপাহীজলা জেলায় ১১ জন, দক্ষিণ জেলায় ৬ জন এবং উত্তর ত্রিপুরা জেলায় ১ জন রয়েছেন৷


এদিকে, সারা রাজ্যেই নাইট কার্ফু কঠোর ভাবে পালনের নির্দেশ জারি করা হয়েছে৷ সূত্রের খবর আজ সন্ধ্যায় মুখ্যসচিব সমস্ত জেলা শাসকদের সাথে ভিডিও কনফারেন্সে বৈঠক করেছেন৷ করোনা পরিস্থিতিতে মানুষ অনেকটাই সরকারী আদেশ পালনে অবহেলা করছেন৷ তাই সমস্ত সরকারী নিয়ম কঠোরভাবে পালন করার জন্য রাজ্য সরকার নির্দেশ জারি করেছে৷


নির্দেশ মোতাবেক রাতেই এক জেলা থেকে অন্য জেলায় যাতায়াতে কঠোর নজরদারী পালন করা হচ্ছে৷ বিশেষ করে জেলা স্তরে সীমান্ত কার্য্যত সীল করে দেওয়া হয়েছে৷ আজ রাতে তপোবন আশ্রম সংলগ্ণ উত্তম চৌমুহনীতে পুলিশ ব্যারিকেট দিয়েছে৷ তাতে কিছু মানুষ সেখানে আটকা পড়েছিলেন৷ কর্তব্যরত জনৈক পুলিশ আধিকারীক জানিয়েছেন, নাইট কার্ফুর আদেশ কঠোরভাবে পালনের জন্যই এই ব্যবস্থা করা হয়েছে৷