নয়াদিল্লি, ১১ জুলাই (হি.স.): মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালা অঞ্চল। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.৩। শনিবার সকাল ৯.৫০ মিনিট নাগাদ ৪.৩ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় হিন্দুকুশ পর্বতমালা অঞ্চলে। ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। তবে, হিন্দুকুশ পর্বতমালা অঞ্চলে।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, শনিবার সকাল ৯.৫০ মিনিট নাগাদ ৪.৩ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় হিন্দুকুশ পর্বতমালা অঞ্চলে। ভূমিকম্পের উৎসস্থল ছিল ৩৬.৬৮ উত্তর অক্ষাংশ এবং ৭০.৭০ পূর্ব দ্রাঘিমাংশ, ভূপৃষ্ঠের ২৬০ কিলোমিটার গভীরে। ভূকম্পনের জেরে কেঁপে ওঠে বিস্তীর্ণ অঞ্চল, তবে ক্ষয়ক্ষতির কোনও খবর নেই। আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতে মাঝেমধ্যেই ভূকম্পন অনুভূত হয়। ভূ-বিজ্ঞানীদের অনেকের মতে, আফগানিস্তানের হিন্দুকুশে দুই প্লেটের মধ্যে তীব্র গতির ঘষাঘষির ফলে মাঝেমধ্যেই ভূমিকম্পের উৎপত্তি হয়।
2020-07-11

