লখনউ ও নয়াদিল্লি, ১০ জুলাই (হি.স.): উত্তর প্রদেশের ত্রাস কুখ্যাত গ্যাংস্টার বিকাশ দুবের এনকাউন্টার নিয়ে যোগী আদিত্যনাথ সরকারকে আক্রমণ করা শুরু করে দিয়েছে বিরোধীরা। এনকাউন্টার নিয়ে প্রশ্ন তুলে সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব টুইট করেন, আসলে পুলিশের গাড়ি পাল্টি খায়নি, সত্যি প্রকাশ্যে আসলে সরকারই উল্টে যেত। অখিলেশ ছাড়াও এনকাউন্টার নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রা। প্রিয়াঙ্কা টুইট করে লিখেছেন, অপরাধীর মৃত্যু হয়েছে, অপরাধ ও অপরাধীকে যারা পৃষ্ঠপোষকতা দিয়েছে তাদের কী হবে?
শুক্রবার সকালে পুলিশের পিস্তল ছিনিয়ে পালানোর সময় এনকাউন্টারে নিকেশ হয়েছে কানপুরের বিকারু গ্রামে ৮ জন পুলিশ কর্মীকে হত্যা মামলার অন্যতম অভিযুক্ত বিকাশ দুবে। উত্তর প্রদেশের এডিজি আইন ও শৃঙ্খলা প্রশান্ত কুমার জানিয়েছেন, গাড়ি উল্টে যাওয়ার পরই, বিকাশ দুবে পুলিশের আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেয় এবং পালানোর চেষ্টা করে। পুলিশের গুলিতে বিকাশ জখম হয়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। গাড়ি দুর্ঘটনায় ৪ জন পুলিশ কর্মীও আহত হয়েছেন।

