নয়াদিল্লি, ১০ জুলাই (হি.স.) : দিল্লি আদালত জামিন দিল ৮২ জন বাংলাদেশি নাগরিককে । দিল্লির নিজামুদ্দিনে তবলিঘি জামাতে যোগ দেওয়া এই ৮২ জন বাংলাদেশি নাগরিককে শুক্রবার জামিন দিল চিফ মেট্রোপলিটন ।
ভিসার নিয়ম ভাঙা-সহ করোনা বিধি উপেক্ষা করে দিল্লির নিজামুদ্দিনে তবলিঘি জামাতে যোগ দেওয়ার অভিযোগে ধৃত ৮২ জন বাংলাদেশি নাগরিককের জামিনের আবেদনের শুনানি হ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট গুরমোহিনা কাউর –এর এজলাসে । এদিনের ভিডিও কনফারেন্সের মাধ্যমেই এই মামলার শুনানি হয়। শুনানিতে বিচারক প্রত্যেককে ১০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দিয়েছেন।
এদিকে, এই বাংলাদেশি নাগরিকদের দুই আইনজীবী অসীমা মান্ডলা এবং মন্দাকিনী সিং তাঁদের শাস্তি কমানোর আবেদন জানিয়েছেন আদালতে। ৮২ জন বাংলাদেশের নাগরিকের পক্ষে আইনজীবীরা শাস্তি কমানোর জন্য যে পিটিশন দাখিল করেছেন তা আদালত গ্রহণ করেছে। শাস্তি কমানোর আবেদনের ভিত্তিতে আগামী বুধবার ফের শুনানি হবে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের এজলাসে।
মার্চের শেষ দিক থেকে ভারতে যখন করোনা প্রকোপ বাড়তে শুরু করে, তখন ট্যাবলিঘি জামাত হয়ে উঠেছিল অন্যতম উৎসক্ষেত্র। সেখানেই যোগ দিয়েছিল এই ৮২ জন বাংলাদেশের নাগরিক । এদের বিরুদ্ধে ভিসার নিয়ম ভাঙা-সহ করোনা বিধি উপেক্ষা করার অভিযোগ রয়েছে । এবিষয়ে দিল্লি পুলিশ যে চার্জশিট তৈরি করেছে, তাতেও নাম রয়েছে এই ৮২ জনের। অভিযোগ প্রমাণ হলে সাত বছর পর্যন্ত জেল হতে পারে ।