নয়াদিল্লি, ৫ জুলাই (হি. স.): দেশের অভ্যন্তরে এবং বাইরে যে কোনও পরিস্থিতির মোকাবিলা করার জন্য দেশবাসীকে দৃঢ়তার সঙ্গে রুখে দাঁড়ানোর আহ্বান করলেন উপ-রাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডু। দেশকে আত্মনির্ভর করে তুলতে প্রধানমন্ত্রী আত্মনির্ভর ভারতের যে অভিযান দেখেছেন, তার প্রশংসা করে উপরাষ্ট্রপতি জানিয়েছেন, ইতিহাসে খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে চলেছে ভারত। দেশের ভেতরে এবং বাইরে বহু চ্যালেঞ্জের মুখোমুখি দেশবাসী। যেকোনো প্রতিকূলতা আসুক না কেন দেশবাসীকে দৃঢ়তার সঙ্গে রুখে দাঁড়াতে হবে। প্রযুক্তিগত উন্নয়নের বিপুল সম্ভাবনা, পরিকাঠামোগত উন্নয়ন এবং চাহিদা বৃদ্ধির লক্ষ্যে আত্মনির্ভর ভারত কার্যকর ভূমিকা পালন করবে।
উল্লেখ করা যেতে পারে, এ দিন দেশীয় প্রযুক্তিতে তৈরি একটি অ্যাপ উদ্বোধন করেন উপরাষ্ট্রপতি। সেই অ্যাপটির নাম এলিমেন্ট।এই অ্যাপটি গড়ে তোলার জন্য তথ্য ও প্রযুক্তি বিশারদের অভিনন্দন জানিয়েছেন উপরাষ্ট্রপতি।