নয়াদিল্লি, ৫ জুলাই (হি. স.): দিল্লিতে করোনা থেকে সুস্থ হয়ে ওঠার হার ৭০ শতাংশ বলে জানিয়েছেন আম আদমি পার্টির নেতা সৌরভ ভরদ্বাজ।
রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন, করোনা মোকাবিলায় দিল্লি সরকারের তরফ থেকে পাঁচটি দৃঢ় পদক্ষেপ নেওয়া হয়েছিল।সেগুলি হল বিপুল পরিমাণে পরীক্ষা করা, চিহ্নিত করে আইসোলেশন করা, বাড়ির মধ্যে আইসোলেশনে রাখা, এয়ার সার্ভিলেন্স, হাসপাতলে করোনা চিকিৎসার জন্য শয্যা সংখ্যা বাড়ান। এতেই কাজ দিয়েছে।ফলে সুস্থ হয়ে ওঠার হার বাড়ছে।প্রতিদিন প্রায় ২৩ হাজার পরীক্ষা দিল্লিতে হচ্ছে। সেই সঙ্গে রোগীর তুলনায় হাসপাতালের শয্যা সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪ শতাংশ।
এর আগে এদিন সকালে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দাবি করেছিলেন যে করোনা রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালে চাহিদা কমছে। কারণ বেশির ভাগই বাড়ির মধ্যে সুস্থ হয়ে উঠছে।আগে যেখানে ৬২০০ রোগী প্রতি সপ্তাহে হাসপাতালে যেত।বর্তমানে সেই সংখ্যাটা কমে দাঁড়িয়েছে ৫৩০০।আক্রান্ত হয়ে ওঠার হার কমে দাঁড়িয়েছে ১০.৫৮ শতাংশ।