নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জুলাই৷৷ লকডাউনের বাজারেই সিএনজি এবং পিএনজি-র দাম বাড়ল৷ তাতে হেঁসেলে আগুনের তাপ কতটা বেড়েছে তা আন্দাজ করা যায়নি৷ কারণ, গৃহস্থের কোনও সুর বের হয়নি৷ কিন্তু যানবাহন চালকরা প্রাকৃতিক গ্যাসের মূল্যবৃদ্ধিতে ক্ষোভে ফেঁটে পড়েছেন৷
সিএনজি-র মূল্য বৃদ্ধি হয়েছে প্রতি কেজিতে এক টাকা৷ আগে ছিল প্রতি কেজি ৫২ টাকা৷ এখন এক টাকা বেড়ে হয়েছে প্রতি কেজি ৫৩ টাকা৷ পিএনজি প্রতি কেজি হাউজহোল্ডের ক্ষেত্রেও বেড়েছে ৫০ পয়সা৷ আগে ছিল প্রতি কেজি ২৩ টাকা ৫০ পয়সা৷ এখন ৫০ পয়সা বেড়ে হয়েছে প্রতি কেজি ২৪ টাকা৷ পিএনজি সরকারি আবাসনের ক্ষেত্রে প্রতি কেজিতে বেড়েছে ৫০ পয়সা৷ আগে ছিল ২৮ টাকা ৫০ পয়সা৷ এখন ৫০ পয়সা বেড়ে হয়েছে প্রতি কেজি ২৯ টাকা৷ লকডাউনে এই মূল্যবৃদ্ধির ঘটনায় ক্ষোভে ফুঁসছে সব মহল৷
বিশেষ করে সিএনজি-র মূল্যবৃদ্ধির ঘটনায় বিপাকে পড়েছেন যানবাহনের চালকরা৷ তাঁরা মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন৷ একদিকে করোনা পরিস্থিতিতে যাত্রীর সংখ্যা খুবই কম, অন্যদিকে সিএনজি-র মূল্যবৃদ্ধির ফলে চালকরা উভয় সঙ্কটে পড়েছেন৷ জনৈক অটো চালকের বক্তব্য, সিএনজি দেশীয় সামগ্রী৷ তাই এই মূল্যবৃদ্ধির কারণ খুঁজে পাচ্ছি না৷ তাঁর কথায়, লোকডাউনে যাত্রী অনেক কমে গেছে৷ গত কয়েক মাসে রোজগারে ভীষণ প্রভাব পড়েছে৷ এরই মধ্যে জ্বালানির মূল্যবৃদ্ধি বাড়তি বোঝা বলেই মনে করছেন তিনি৷ যান চালকরা অবিলম্বে সিএনজি এবং পিএনজি-র বর্ধিত মূল্য প্রত্যাহার করার জোরালো দাবি তুলেছেন৷ অন্যথায় যানবাহনের মালিক ও শ্রমিকরা বৃহত্তর আন্দোলনে শামিল হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন৷
2020-07-02

