নয়াদিল্লি, ১ জুলাই (হি. স.) : ভেন্টিলেটরে থাকা বাইলেবেল পজিটিভ এয়ারবে প্রেসার মোডের অপ্রতুলতার যে খবর রটেছে, তা ভিত্তিহীন বলে দাবি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। মেড ইন ইন্ডিয়ার লেভেল লাগানো ভেন্টিলেটর আইসিইউর মানদণ্ডেই তৈরি করা হয়েছে। স্বাস্থ্য এবং পরিবারকল্যাণমন্ত্রকের ডিরেক্টর জেনারেল এই মানদন্ড তৈরি করেছে। সেই অনুসারেই ভেন্টিলেটর ক্রয় করা হয়েছে। রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে যে ভেন্টিলেটর সরবরাহ করা হয়েছে তা কমিটির নির্ধারিত মানদন্ড মেনেই সরবরাহ করা হয়েছে। এই ভেন্টিলেটরগুলিতে বি আই পি এ পি মোড রয়েছে।
2020-07-01

