ফের আক্রান্ত চিকিৎসক করোনায় রাজ্যে নতুন সংক্রমিত ৩৪, সুস্থ ৬

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুন৷৷ রাজ্যে আরও ৩৪ জন করোনা আক্রান্ত৷ সোমবার রাতে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ট্যুইট করে এই তথ্য দিয়েছেন৷ তিনি জানান, এদিন ৯৯৬ টি নমুনা পরীক্ষা করা হয়েছে৷ এর মধ্যে ৩৪ জনের কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ এসেছে৷ এই ৩৪ জনের মেেধ্য গোমতী জেলার ২৩ জন, পশ্চিম জেলার ৫ জন, খোয়াই জেলার ২ জন, ঊনকোটি জেলার ২ জন, দক্ষিণ ও সিপাহীজলা জেলার ১জন করে৷ এদিকে, ত্রিপুরায় আরও এক চিকিৎসক করোনা-য় আক্রান্ত হয়েছেন৷ তিনি শ্বাসকষ্ট নিয়ে খোয়াই হাসপাতালে ভরতি হয়েছিলেন৷ তাঁর কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে৷ এছাড়া, খোয়াই জেলা হাসপাতালের আরও দুই স্বাস্থ্য কর্মীর কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে৷ তাঁদের সকলকে ইতিমধ্যে কোভিড কেয়ার সেন্টারে ভরতি করা হয়েছে৷



ত্রিপুরায় এখন পর্যন্ত দুই চিকিৎসক করোনা-য় আক্রান্ত হয়েছেন৷ ইতিপূর্বে বাংলাদেশ ফেরত ত্রিপুরার নাগরিকদের নমুনা সংগ্রহের দায়িত্বপ্রাপ্ত জনৈক মহিলা চিকিৎসক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন৷ তিনি বর্তমানে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন৷



খোয়াই জেলায় কর্মরত ওই চিকিৎসক দিন-চারেক আগে শ্বাসকষ্ট সমস্যা নিয়ে খোয়াই জেলা হাসপাতালে ভরতি হন৷ তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার পর কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে৷ গতকালই তাঁর রিপোর্ট এসেছে৷ স্বাস্থ্য দফতর সূত্রে খবর, তিনি খোয়াই জেলায় একটি প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে কর্মরত৷



এদিকে, খোয়াই জেলা হাসপাতালের আরও দুই স্বাস্থ্য কর্মীর কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে৷ একজন টিকাকরণ গাড়ির চালক এবং অপরজন গ্রুপ-ডি কর্মী৷ তাঁদের সকলকে ইতিমধ্যে কোভিড কেয়ার সেন্টারে ভরতি করা হয়েছে৷ খোয়াই জেলা হাসপাতাল এবং আক্রান্ত চিকিৎসক যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত ছিলেন সেখানে স্যানিটাইজ করা হয়েছে৷ জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে, আগামীকাল ওই চিকিৎসক যে ওয়ার্ডে ভরতি ছিলেন সেখানে রোগীদের নমুনা সংগ্রহ করা হবে৷