ওয়াশিংটন, ২৮ জুন (হি.স.) : পাকিস্তানেই বহাল তবিয়তেই আছে জইশ প্রধান মাসুদ আজহার ও ২৬/১১ এর মুম্বই হামলার অন্যতম মাস্টারমাইন্ড সাজ্জাদ মীর। তার বাড়ির ঠিকানাও ফাঁস করল মার্কিন গোয়েন্দারা ।
২৬/১১ মুম্বই হামলার অন্যতম অভিযুক্ত ডেভিড কোলম্যান হেডলির হ্যান্ডলার ছিল সাজ্জাদ মীর। তার নির্দেশেই মুম্বইয়ে মার্কিন দম্পতিকে গুলি করেছিল লস্কর-ই-তইবার সন্ত্রাসবাদীরা। তাকে খুঁজছে মার্কিন গোয়েন্দারাও। এমনকী, তার উপর পুরস্কারও রেখেছেন তাঁরা। সে আপাতত পাকিস্তানেই বহাল তবিয়তে রয়েছে বলে দাবি করেছেন আমেরিকার গোয়েন্দারা।
তাঁরা জানিয়েছেন, সাজ্জাদ মীর রাওয়ালপিণ্ডির আদিয়ালা জেল রোডের গার্ডেন ভিলা হাউসিং সোসাইটিতে থাকে। অবশ্য আরও একটি বিকল্প ঠিকানার হদিশ দিয়েছেন তাঁরা। মনে করা হচ্ছে, লাহোরের অল ফয়জল শহরের সি ব্লকেও আস্তানা বানাতে পারে মীর। সেখানে থেকেই রীতিমতো জঙ্গি প্রশিক্ষণ দিচ্ছে সে। আর এ সবটাই হচ্ছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর মদতে।