মুঙ্গিয়াকামীতে এক ব্যক্তিকে প্রচণ্ড মারধর, রাজনৈতিক হিংসার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৭ জুন৷৷ রাতের অন্ধকারে দুষৃকতকারীরা এক ব্যক্তিকে প্রচণ্ড মারধর করেছে৷ তাতে ওই ব্যক্তি গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন৷ ব্যক্তিটির অভিযোগ, বিজেপি দলের সাথে যুক্ত থাকায় আইপিএফটি-র দুই দুষৃকতী তাঁকে মারধর করেছে৷



অভিযোগে জানা গেছে, তেলিয়ামুড়া মহকুমায় মুঙ্গিয়াকামি ব্লকের কাঁকড়াছড়া এডিসি ভিলেজে আইপিএফটি সমর্থকদের হামলায় গুরুতর আহত হয়েছেন বিজেপি কর্মী দয়াময়ী দেববর্মা৷ স্থানীয় লোকজন তাঁর চিৎকার শুনে ছুটে এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান৷ বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷



এই ঘটনায় থানায় আইপিএফটি কর্মী হিসেবে এলাকায় পরিচিত সুবল দেববর্মার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে৷ এখন পর্যন্ত এ ব্যাপারে কাউকে গ্রেফতারের সংবাদ নেই৷ দয়াময়ী দেববর্মা জানিয়েছেন, শুক্রবার রাতে বাজার থেকে বাড়িতে ফেরার সময় তাঁর ওপর সঙ্ঘবদ্ধভাবে হামলা চালানো হয়৷ তাতে তিনি মাথায় এবং হাতে প্রচণ্ড আঘাত পেয়েছেন৷ হামলাকারীদের মধ্যে একজনকে তিনি চিনতে পেরেছেন৷ তাঁর নাম সুবল দেববর্মা৷ সে আইপিএফটি কর্মী হিসেবে পরিচিত৷ অন্য একজনকে তিনি অন্ধকারে চিনতে পারেননি বলে জানিয়েছেন৷



তাঁর অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই এই হামলার ঘটনা সংগঠিত হয়েছে৷ অভিযুক্তদের চিহ্ণিত করে গ্রেফতার এবং কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য এলাকাবাসী জোরালো দাবি জানিয়েছেন৷ উল্লেখ্য এডিসি নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই বিভিন্ন এলাকায় এ-ধরনের ঘটনা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে৷